নতুন পরিচয়ে আলোচনায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুধু অভিনেত্রী নন, তার নামের আগে জুড়ে গেছে আরো একটি বিশেষ উপাধি, তা হলো—‘ডক্টর’। সম্প্রতি পিএইচডি থিসিস শেষ করে এই সাফল্যের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন মিথিলা। তাতে দেখা যায়, জেনেভা ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন মিথিলা। আরেকটি ছবিতে ধরা পড়েছে তার থিসিস পেপার।
আরো পড়ুন:
অভিনয়ে তাহসান-মিথিলা কন্যা
পরকীয়ার গুঞ্জন: মুখ খুললেন সৃজিত-সুস্মিতা
মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত। পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি হলো, যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের।”
মিথিলা জানান, পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলেই এগিয়ে নিয়েছেন এই দীর্ঘ পথচলা। তিনি বলেন, “এটি ছিল এক চূড়ান্ত মাস্টার ক্লাস। নিজেকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তা গভীরভাবে শিখেছি। পরিবার, বন্ধু আর সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের সমর্থনে এই যাত্রা সহজ হয়েছে।”
পোস্টের শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা লিখেছেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে নামের পাশে ‘ডক্টর’ উপাধি ব্যবহার করতে পারব। এর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।”
একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন মিথিলা। নিজের ভাষায়, অভিনয় করেন কেবল ভালোবাসা থেকে। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন মা-মেয়ে দুজনই।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে
ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।
নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।
সূত্র: টেক্লুসিভ