রাতভর উপাচার্যের বাসভবনের সামনে বাকৃবি শিক্ষার্থীরা
Published: 28th, August 2025 GMT
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে রবিবার (৩১আগস্ট) জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর থেকে তাদের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা যায়।
আরো পড়ুন:
রাবি উপাচার্যকে পাকিস্তানে যেতে বললেন ছাত্রদল সভাপতি
নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক ভবন ববি শিক্ষার্থীদের দখলে
জানা যায়, বুধবার সন্ধ্যায় কাউন্সিল দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৭টা থেকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া না হলে সারা রাত সড়কে অবস্থান করার সিদ্ধান্ত নেয় তারা।
এ সময় দুই অনুষদের নারী শিক্ষার্থীরাও সড়কে রাতভর ছিলেন এবং তারা নিরাপত্তার আশঙ্কার কথা জানান। রাত ৩টার দিকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হলে পাঠিয়ে দেওয়া হয়। পরে ভোর প্রায় ৫টার দিকে তদন্ত কমিটি রবিবার (৩১ আগস্ট) অ্যাকাডেমিক কাউন্সিলের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যায়।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আন্দোলনের সুষ্ঠু ও দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৮ সদস্যের কমিটি গঠন করেছিল। ওই কমিটি শিক্ষার্থীদের ভোট নিয়েছে, যেখানে কম্বাইন্ড ডিগ্রি বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোর সঙ্গে কমিটি আলোচনা করেছে এবং বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সার্বিক প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সম্ভাব্য সিদ্ধান্তও সুপারিশ করেছে। এমতাবস্থায় অ্যাকাডেমিক কাউন্সিল গঠন এবং সিন্ডিকেট সভা এই দুটি ধাপ বাকি আছে কম্বাইন্ড চালুর ক্ষেত্রে।
ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো.
পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন, “আজ ২৯তম দিনের মতো পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। আমরা অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি। দুটি অনুষদের এতগুলো নারী শিক্ষার্থী এখানে রাস্তায় বসে আছে। প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের দেখতে আসলেও কার্যকর কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। উপাচার্য যতক্ষণ না এখানে এসে আমাদের দাবির সঙ্গে অর্থাৎ রবিবারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের বিষয়ে কথা দেবেন, ততক্ষণ এই কর্মসূচি চলবে।”
পশুপালন অনুষিদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, “অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন আমরা এই সড়কেই থাকব।”
এ বিষয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অ য ক ড ম ক ক উন স ল অবস থ ন রব ব র র জন য
এছাড়াও পড়ুন:
অসুস্থ যুবদল নেতা শহিদুলকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন সজল ও সাহেদ
\নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য অসুস্থ মোহাম্মদ শহিদুল ইসলামকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদসহ যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বার ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়াস্থ অসুস্থ যুবদল নেতা শহিদুল ইসলামের বাসভবনে যান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। এসময়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. ওসমান গনি, নাসিক ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মো. সোহেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ৭নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. জাহিদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. হাসান, মো. সাগর হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।##