নতুন মৌসুমের অপেক্ষায় ইউরোপীয় ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যেই হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের মূলপর্বের ড্র। ফ্রান্সের মোনাকোর গ্রিমালদি ফোরামে জমকালো এই আয়োজনের ঝলক বাড়িয়ে দেন ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ ও কাকা।

৩৬ দলের প্রতিযোগিতাটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাটে। এবার প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ। চারটি নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে।

আরো পড়ুন:

ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকের

ঐতিহাসিক লজ্জায় ম্যানইউ, চতুর্থ স্তরের গ্রিমসবির কাছে হেরে বিদায়

সবচেয়ে আলোচনায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি দল— ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম ও নিউক্যাসল ইউনাইটেড। একসঙ্গে এতগুলো ইংলিশ ক্লাবের অংশগ্রহণ টুর্নামেন্টকে করেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

গত মৌসুমে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাই আসর শুরুর আগেই তারা আছে ফেভারিটের তালিকায়। তবে ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইংলিশ ক্লাবগুলো যে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, সেটা নিশ্চিত।

প্রতিটি পটে শক্তিশালী ক্লাবের উপস্থিতি এবারের আসরকে আরও জমজমাট করে তুলেছে। শীর্ষ দলগুলো একে অপরের মুখোমুখি হবে শুরু থেকেই। ফলে প্রতিটি ম্যাচেই থাকছে নাটকীয়তা আর রোমাঞ্চের ছোঁয়া।

চ্যাম্পিয়নস লিগের ড্র একনজরে

পট ১ এর দলসমূহ:

রিয়াল মাদ্রিদের ৮ প্রতিপক্ষ

হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই, মোনাকো। অ্যাওয়ে : লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি।

ম্যানচেস্টার সিটির ৮ প্রতিপক্ষ

হোম : বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, নাপোলি, গ্যালাতসারাই। অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, বোডো/গ্লিম্ট, মোনাকো।

বায়ার্ন মিউনিখের ৮ প্রতিপক্ষ

হোম : চেলসি, ক্লাব ব্রুজ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ। অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, পাফোস।

লিভারপুলের ৮ প্রতিপক্ষ

হোম : রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, কারাবাখ। অ্যাওয়ে : ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, গালাতাসারাই।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৮ প্রতিপক্ষ

হোম : বায়ার্ন মিউনিখ, আতালান্তা, টটেনহাম, নিউক্যাসল। অ্যাওয়ে : বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, স্পোর্টিং সিপি, অ্যাথলেটিক ক্লাব।

ইন্টার মিলানের ৮ প্রতিপক্ষ

হোম : লিভারপুল, আর্সেনাল, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি। অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ।

চেলসির ৮ প্রতিপক্ষ

হোম : বার্সেলোনা, বেনফিকা, আয়াক্স, পাফোস। অ্যাওয়ে : বায়ার্ন মিউনিখ, আতালান্তা, নাপোলি, কারাবাখ।

বরুশিয়া ডর্টমুন্ডের ৮ প্রতিপক্ষ

হোম : ইন্টার মিলান, ভিয়ারিয়াল, বোডো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব। অ্যাওয়ে : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, কোপেনহেগেন।

বার্সেলোনার ৮ প্রতিপক্ষ

হোম : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন। অ্যাওয়ে : চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল।

পট ২ দলসমূহ:

আর্সেনালের ৮ প্রতিপক্ষ

হোম : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি অ্যাওয়ে : ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব

বায়ার লেভারকুসেনের ৮ প্রতিপক্ষ
হোম : প্যারিস সেন্ট জার্মেই, ভিয়ারিয়াল, পিএসভি আইন্দোভেন, নিউক্যাসল
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন

অ্যাটলেতিকো মাদ্রিদের ৮ প্রতিপক্ষ
হোম : ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোডো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে : লিভারপুল, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই

বেনফিকার ৮ প্রতিপক্ষ
হোম : রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নাপোলি, কারাবাখ
অ্যাওয়ে : চেলসি, জুভেন্টাস, আয়াক্স, নিউক্যাসল

আতালান্তার ৮ প্রতিপক্ষ
হোম : চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

ভিলারিয়ালের ৮ প্রতিপক্ষ
হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আয়াক্স, কোপেনহেগেন
অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, পাফোস

জুভেন্টাসের ৮ প্রতিপক্ষ
হোম : বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, স্পোর্টিং সিপি, পাফোস
অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ভিলারিয়াল, বোডো/গ্লিম্ট, মোনাকো

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ৮ প্রতিপক্ষ
হোম : লিভারপুল, আতালান্তা, টটেনহাম, গ্যালাতসারাই
অ্যাওয়ে : বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ, নাপোলি, কারাবাখ

ক্লাব ব্রুজের ৮ প্রতিপক্ষ
হোম : বার্সেলোনা, আর্সেনাল, মার্সেই, মোনাকো
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, স্পোর্টিং সিপি, কাইরাত আলমাতি

পট ৩ দলসমূহ

টটেনহাম হটস্পারের ৮ প্রতিপক্ষ
হোম : বরুশিয়া ডর্টমুন্ড, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন
অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোডো/গ্লিম্ট, মোনাকো

পিএসভি আইন্দোভেনের ৮ প্রতিপক্ষ
হোম : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, নাপোলি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে : লিভারপুল, বায়ার লেভারকুসেন, অলিম্পিয়াকোস, নিউক্যাসল

আয়াক্সের ৮ প্রতিপক্ষ
হোম : ইন্টার, বেনফিকা, অলিম্পিয়াকোস, গালাতাসারাই
অ্যাওয়ে: চেলসি, ভিলারিয়াল, মার্সেই, কারাবাখ

নাপোলির ৮ প্রতিপক্ষ 
হোম : চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্পোর্টিং সিপি, কারাবাখ
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, কোপেনহেগেন

স্পোর্টিং সিপির ৮ প্রতিপক্ষ 
হোম : প্যারিস সেন্ট জার্মেই, ক্লাব ব্রুজ, মার্সেই, কাইরাত আলমাতি
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব

অলিম্পিয়াকোসের ৮ প্রতিপক্ষ 
হোম : রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, পিএসভি আইন্দোভেন, পাফোস
অ্যাওয়ে : বার্সেলোনা, আর্সেনাল, আয়াক্স, কাইরাত আলমাতি

স্লাভিয়া প্রাগের ৮ প্রতিপক্ষ 
হোম : বার্সেলোনা, আর্সেনাল, বোডো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে : ইন্টার, আতালান্তা, টটেনহাম, পাফোস

বোডো/গ্লিম্টের ৮ প্রতিপক্ষ
হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, মোনাকো
অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাগ, গালাতাসারাই

মার্সেইয়ের ৮ প্রতিপক্ষ
হোম : লিভারপুল, আতালান্তা, আয়াক্স, নিউক্যাসল
অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

পট ৪ দলসমূহ

কোপেনহেগেনের ৮ প্রতিপক্ষ
হোম : বরুশিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, কাইরাত আলমাতি
অ্যাওয়ে : বার্সেলোনা, ভিলারিয়াল, টটেনহাম, কারাবাখ

মোনাকোর ৮ প্রতিপক্ষ
হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, গ্যালাতসারাই
অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, বোডো/গ্লিম্ট, পাফোস

গালাতাসারাইয়ের ৮ প্রতিপক্ষ
হোম : লিভারপুল, অ্যাতলেতিকো মাদ্রিদ, বোডো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে : ম্যানচেস্টার সিটি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, মোনাকো

ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজের ৮ প্রতিপক্ষ
হোম : ইন্টার, আতালান্তা, মার্সেই, নিউক্যাসল
অ্যাওয়ে : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই

কারাবাখের ৮ প্রতিপক্ষ
হোম : চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, কোপেনহেগেন
অ্যাওয়ে : লিভারপুল, বেনফিকা, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব

অ্যাথলেটিক ক্লাবের ৮ প্রতিপক্ষ
হোম : প্যারিস সেন্ট জার্মেই, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কারাবাখ
অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল

নিউক্যাসলের ৮ প্রতিপক্ষ
হোম : বার্সেলোনা, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে: প্যারিস সেন্ট জার্মেই, বায়ার লেভারকুসেন, মার্সেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

পাফোসের ৮ প্রতিপক্ষ
হোম : বায়ার্ন মিউনিখ, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, মোনাকো
অ্যাওয়ে : চেলসি, জুভেন্টাস, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি

কাইরাত আলমাতির ৮ প্রতিপক্ষ
হোম : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, পাফোস
অ্যাওয়ে : ইন্টার, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কোপেনহেগেন।  

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ ইউন য ন স ইন ট জ ল য ইন ট র ম ল ন র ল ভ রক স ন র ন ম উন খ আইন দ ভ ন অল ম প য আর স ন ল বর শ য প এসভ

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ