জেলেনস্কি মস্কো আসলে বৈঠক করব: পুতিন
Published: 3rd, September 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি যদি মস্কো আসেন, তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
বুধবার চীন সফর শেষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
পুতিন জানিয়েছেন, তিনি সবসময় জেলেনস্কির সাথে দেখা করার জন্য উন্মুক্ত ছিলেন। তবে এই ধরণের বৈঠকের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং বাস্তব ফলাফলের দিকে নিয়ে যেতে হবে। অবশ্য এই ধরণের বৈঠক সার্থক হবে কিনা তা দেখার বিষয়।
পুতিন বলেছেন, “আমি কখনো এই ধরণের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি। কিন্তু এর কি কোনোঅর্থ আছে? দেখা যাক।”
জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য পুতিনের সাথে দেখা করার জন্য চাপ দিচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান দুই নেতার দেখা হোক।
রাশিয়ার নেতা জানিয়েছেন, অগ্রগতি অর্জন করতে হলে ইউক্রেনের সামরিক আইন বাতিল করা, নির্বাচন করা এবং আঞ্চলিক প্রশ্নগুলির বিষয়ে গণভোট করা প্রয়োজন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা