জেলেনস্কি মস্কো আসলে বৈঠক করব: পুতিন
Published: 3rd, September 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি যদি মস্কো আসেন, তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
বুধবার চীন সফর শেষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
পুতিন জানিয়েছেন, তিনি সবসময় জেলেনস্কির সাথে দেখা করার জন্য উন্মুক্ত ছিলেন। তবে এই ধরণের বৈঠকের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং বাস্তব ফলাফলের দিকে নিয়ে যেতে হবে। অবশ্য এই ধরণের বৈঠক সার্থক হবে কিনা তা দেখার বিষয়।
পুতিন বলেছেন, “আমি কখনো এই ধরণের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি। কিন্তু এর কি কোনোঅর্থ আছে? দেখা যাক।”
জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য পুতিনের সাথে দেখা করার জন্য চাপ দিচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান দুই নেতার দেখা হোক।
রাশিয়ার নেতা জানিয়েছেন, অগ্রগতি অর্জন করতে হলে ইউক্রেনের সামরিক আইন বাতিল করা, নির্বাচন করা এবং আঞ্চলিক প্রশ্নগুলির বিষয়ে গণভোট করা প্রয়োজন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন