প্রাচীন নিয়মেও আধুনিকতা এনেছেন রাথুরার হাজামরা
Published: 5th, September 2025 GMT
ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে নাগরপুরের রাথুরা গ্রাম। এই গ্রামে প্রায় ১৫৩ ঘর ‘হাজাম’ পরিবার বসবাস করে। সম্প্রতি কথা হলো, মোহর আলী হাজামের সাথে। তিনি বর্তমানে একজন ইউপি মেম্বার। নিজ এলাকার বাইরে হাজাম হিসেবে বেশি জনপ্রিয় এবং পরিচিত। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর ধরে সে এই কাজের সঙ্গে যুক্ত আছে। সে তার উর্দ্ধতন পাঁচ পুরুষের কথা জানালো যারা হাজাম হিসেবে কাজ করতেন। নতুন প্রজন্মকেও তারা এই কাজের সঙ্গে যুক্ত করছেন। স্থানীয়দের কাছে হাজামরা ‘খলিফা’ হিসেবেও পরিচিত।
রাথুরার এই হাজামরা সাধারণত অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত সুন্নতের খৎনা করানোর কাজটি করে থাকে। এরা সারাদেশ ব্যাপীই কাজ করে থাকে। তবে নিজেদের মধ্যে এলাকা ভাগ করা আছে। এক হাজামের এলাকায় আরেক জন যায় না। জানা যায়, পাবনা, রংপুরেও হাজামরা বংশ পরম্পরায় বসবাস করে। মোহর আলীর দেওয়া তথ্য মতে, ‘রাথুরাতে সবচেয়ে বেশি হাজাম বসবাস করে।’
রংপুর, নেত্রকোণা, ময়মনসিংহ এলাকায় চৈত্র, বৈশাখ মাসে সুন্নতে খৎনা করানোর কাজটি করে থাকে। এদের মধ্যে আবার প্রায় ১০/১২ জন পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতের কুচবিহার এবং আসামসহ সীমান্তবর্তী জেলা ও প্রদেশগুলোতে কাজ করে। ভারতে সাধারণত অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত তারা কাজটি করে থাকে।
রাজধানীসহ অন্যান্য স্থানে স্কুল ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা কাজগুলো করে থাকে। অতীতে তারা সুন্নতে খৎনা করানোর জন্য ‘খুর’ ব্যবহার করতো। এরপর তারা ‘পাগালের চাকু’ ব্যবহার করতো। পাগাল হচ্ছে লোহার সেই উপাদান যেটা সহজে ক্ষয় হয় না। বর্তমানে খুর বা পাগালের চাকু—কোনোটাই আর তারা ব্যবহার করে না। এখন তারা ওয়ান টাইম সার্জিক্যাল ব্লেড দিয়ে সুন্নতে খৎনা করায়।
আগে জীবাণুনাশক হিসেবে বিভিন্ন রকম ছাই, বা ন্যাকড়া পোড়া ছাই ব্যবহার করতো। বর্তমানে অ্যান্টিসেপটিক ব্যবহার করে থাকে। তারা এখন ব্যথানাশক ইনজেকশন দিয়ে কাজটি করে থাকে। তারা প্রয়োজনীয় অ্যালোপ্যাথিক ওষুধও দিয়ে থাকে রোগীকে। সারা বছর সুন্নতে খৎনা করানোর কাজ থাকে না। এই সময়েও হাজামরা বসে থাকে না। তারা ছোট-খাটো ব্যবসা, হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালনের মতো কাজ করে থাকে।
বলা যায়, হাজামরা অর্থনৈতিকভাবে বেশ ভালোই আছে। মোহর আলী হাজাম জানালেন বছরে তিনি শুধুমাত্র সুন্নতে খাৎনা করিয়ে প্রায় তিন লাখ টাকা আয় করে। এ ছাড়াও তার আরও অন্যান্য আয়ের উৎস আছে। নিজেরা স্থানীয় সমাজের সঙ্গেই মিলেমিশেই থাকে। আধুনিক যুগে এসেও তারা কিছু প্রাচীন নিয়ম মেনে চলে, যেমন রোগীর বাড়ি থেকে নির্ধারিত মজুরির বাইরে সোয়া সের চাল আর একশো পাঁচ টাকা নেয়। এই চাল নিয়ে বাড়ি ফিরে শিরনি রান্না করে সবাইমিলে খাওয়া-দাওয়া করে।
কিছু বিষয় আছে যেগুলো মোহর আলী জানাতে রাজি হয়নি। যেমন সুন্নতে খৎনা করানোর সময় তারা কি মন্ত্র পড়ে। তার কথা হলো, পূর্বপুরুষেরা শিখিয়ে গেছেন, নিজেও পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাবেন। এর বাইরে ওই গোপন মন্ত্রের কথা কাউকে জানানো যাবে না। শুধু বললেন, ‘চার কালেমা পড়িয়ে, কিছু সূরা, ছানা ও আরও কিছু মন্ত্র পড়ে কাজটি করা হয়ে থাকে।’
মোহর আলীর দাবি- তারা যে পদ্ধতিতে কাজটি করে থাকে, সুন্নতে খৎনা করানোর জন্য এটি সবচেয়ে ভালো পদ্ধতি। মোহর আলী বলেন, ‘‘আমরা বংশ পরম্পরায় কাজটি শিখে থাকি। আমাদের এই কাজটি করতে করতে এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে, আমরা নিঁখুতভাবে কাজটি করে পারি।’’
মোহর আলীর মনে করেন, এই পেশা বা পেশাজীবীদের হারিয়ে যাওয়ার ভয় নেই। তার ভাষায়, ‘ইসলাম ধর্ম যতদিন থাকবে ততদিন সুন্নতে খৎনা থাকবে এবং সঙ্গত কারণে এই পেশাও থাকবে। এবং কিছু মানুষ থাকবে যারা হাজামদের দিয়েই কাজটি করাবেন।’
মোহর আলী বছরে একাই প্রায় আটশো জনকে সুন্নতে খৎনা করিয়ে থাকে। এক প্রজন্ম পরের প্রজন্মকে এক কাজটি শিখিয়ে বংশ পরাম্পরায় পেশা এবং রাথুরা গ্রামের ঐতিহ্য টিকিয়ে রাখার আশাবাদ ব্যক্ত করে সে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর প রজন ম কর ন র ক জ কর স ন নত
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।