বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ আটক ২ ভারতীয়
Published: 7th, September 2025 GMT
ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝায় একটি ট্রাকের ড্রাইভারের নিকট থেকে গুলিসহ একটি এয়ার পিস্তল জব্দ করা হছে। এসময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরের ভেহিকেলস টার্মিনাল থেকে পিস্তলসহ তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক ড্রাইভার জানান, তার নিজের নিরাপত্তার জন্য এটা তার সাথে করে নিয়ে এসেছেন।
যশোর ঝুমঝুমপুর বিজিবি’র সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে (CG04PU- 5288) নম্বরের ট্রাক চালকের দেহ তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে।”
তিনি জানান, এ ঘটনায় ট্রাকের ড্রাইভার গুরুজিৎ সাউলঙ্গা ও হেলপারকে আটক করা হয়েছে। আটক ড্রাইভার ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
ঢাকা/রিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।