গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী বহুতল ভবন এবং ঘরবাড়ি ধ্বংস করেছে। এর ফলে যেসব ফিলিস্তিনির আশ্রয়ের জন্য যৎসামান্য উপকরণ ছিল এখন তাদের আর কিছুই নেই।
গাজার এক নারী আল জাজিরাকে জানান, ইসরায়েলি বাহিনীর জোরপূর্বক উচ্ছেদের হুমকির পর উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হওয়ার পর তিনি একটি তাঁবুতে বসবাস করছিলেন।
ওই নারী বলেন, “কিন্তু তারপর তারা একটি টাওয়ারে বোমা মেরেছিল এবং তাঁবুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন আমাদের আর একটি তাঁবু নেই। আমার কাছে আরেকটি তাঁবু কেনার জন্য কোনো টাকা নেই।”
শনিবার গাজার সবেচেয়ে উঁচু আবাসিক ভবন আল-সুসির টাওয়ার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। এখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি হামলার কারণে ভবনটির আশেপাশে থাকা বাস্তুচ্যুতদের আবাসস্থলও ধ্বংস হয়ে গেছে।
গাজা সিটির বাসিন্দা মুস্তাফা আল-জামাল আল জাজিরাকে জানিয়েছেন, তিনি ইসরায়েলি বাহিনীর ফেলা উচ্ছেদ লিফলেটগুলো পড়েছেন। তাতে শহরের বাসিন্দাদের আল-মাওয়াসির দক্ষিণাঞ্চলে চলে যেতে বলা হয়েছে। কিন্তু ‘মানুষ যখন সেখানে যায়, তখন বোমাবর্ষণ শুরু হয়।”
তিনি বলেন, “আমরা কোথায় যাব? আমাদের কাছে টাকা নেই, তাঁবু নেই, ঘর নেই, খাবার নেই। আমার পরিবারের ১৫ জন সদস্য আছে, আমি তাদের কোথায় নিয়ে যাব?”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫