ঠাকুরগাঁওয়ে সালিশে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
Published: 9th, September 2025 GMT
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সালিশ চলাকালীন দুপক্ষের সংঘর্ষে কার্তিক চন্দ্র রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক। এর আগে, সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
ঝালকাঠিতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লায় মা–মেয়ে হত্যা: কবিরাজ মোবারক হোসেন গ্রেপ্তার
নিহত কার্তিক উপজেলার নারায়ণপুর গ্রামের খোনা রামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার হরি কৃষ্ণ, গালিম ও তপন।
ওসি আরশেদুল হক বলেন, ‘‘সম্প্রতি ওই এলাকায় একটি পানির পাম্প চুরি হয়। পরে সেটি উদ্ধার করা হলেও চুরির অভিযোগ উঠে কার্তিক রায়ের ছেলের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে সালিশ বসানো হলে সেখানে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় হাসুয়া দিয়ে কার্তিক রায়ের হাত-পা, মাথা, বুক ও গলায় এলোপাথাড়ি কোপানো হয়। এতে তার গলার রগ কেটে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’
ঢাকা/হিমেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।