ফরিদপুরে সড়ক অবরোধের সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 14th, September 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় গত তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন:
ফেনীতে ঠিকাদারের বালু ভর্তি ট্রাক লুট, গ্রেপ্তার ১
সুনামগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
এদিকে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। শনিবার রাত থেকেই মহাসড়কে পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি মহাসড়কে তিনটি এবিসি কামান ও একটি জল কামান মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করছেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ম.
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটকের বিষয়টি গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রায় এক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। কেউ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক অবর ধ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট