Risingbd:
2025-11-02@23:24:40 GMT

গকসু নির্বাচনে লড়ছেন ৬৭ জন

Published: 15th, September 2025 GMT

গকসু নির্বাচনে লড়ছেন ৬৭ জন

গণ বিশ্ববিদ্যালয় (গকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৬৭ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে রিটার্নিং অফিস। বাদ পড়েছেন সাতজন। তাদের মধ্যে চারজন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিস থেকে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি ঠিক করল ডাকসু

রাকসু নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ

রিটার্নিং অফিস জানায়, ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়লে কিংবা পরীক্ষায় অংশ না নিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। তফসিল অনুযায়ী কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

চূড়ান্ত তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো.

আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), নাসিম (রসায়ন), শেখ খোদারনূর ইসলাম (আইন), ইয়াছিন আল মৃদুল দেওয়ান (বাংলা) ও মো. মির্জন (আইন)। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন- মো. রায়হান খান (ভেটেরিনারি), আফসানা মিমি (এমপিবিএমই), মো. অন্তু দেওয়ান (আইন) ও রিদুয়ানুল ইসলাম মানিক (বিএমবি)। 

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদ হাসান (কৃষি), শিফাতুর রহমান শিশির (ইংরেজি) ও সামিউল হাসান শোভন (এমপিবিএমই)। 

কোষাধ্যক্ষ পদে আছেন ওবাইদুর রহমান সবুজ (বিবিএ), জাহিদ হাসান (আইন), খন্দকার আব্দুর রহিম (ফার্মেসি) ও সালাউদ্দীন (সিএসই)। ক্রীড়া সম্পাদক পদে লড়বেন মাহমুদুল হাসান রাব্বি (আইন), মো. আবদুল্লাহ আল বাকির (সিএসই) ও ফয়সাল আহমেদ (বাংলা)। 

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী সদস্য পদে কৃষি, ভেটেরিনারি, কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

বাদ পড়া প্রার্থীদের মধ্যে আছেন- ভিপি পদে মো. জামিল রাব্বি (ভেটেরিনারি), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলিমুল হাসান (ইইই), নাদিয়া ইসলাম তৃষা (এমপিবিএমই) ও সুমাইয়া আক্তার জেরিন (আইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নামিরা জামান (এমপিবিএমই), সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে মো. রাকিবুল হাসান জয় (আইন) এবং কার্যনির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদৌস লামিশা (বাংলা)। 

রিটার্নিং অফিসের তথ্যানুযায়ী, জামিল রাব্বি, সুমাইয়া আক্তার জেরিন, নামিরা জামান ও রাকিবুল হাসান জয় স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

সর্বশেষ গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

ঢাকা/সানজিদা/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ