কৃষি ঋণে সুদ ছাড়া অন্য চার্জ না নেওয়ার নির্দেশ
Published: 15th, September 2025 GMT
কৃষি ঋণে সুদ ছাড়া অন্য কোনো ধরনের চার্জ না নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এখন থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লী ঋণ দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না।
এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। ফলে, অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হন।
সার্কুলারে আরো বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা/নাজমুল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা