ম্যাচের ফল তো শিরোনামেই দেখা যাচ্ছে। তা এমন রোমঞ্চকর ড্র কীভাবে হলো, সেটাও এক ঝলক দেখে নিন—

 ৫২'—জুভেন্টাস ০: ১ ডর্টমুন্ড

৬৪'—জুভেন্টাস ১: ১ ডর্টমুন্ড

৬৫'—জুভেন্টাস ১: ২ ডর্টমুন্ড

৬৮'—জুভেন্টাস ২: ২ ডর্টমুন্ড

৭৫'—জুভেন্টাস ২: ৩ ডর্টমুন্ড

৮৬'—জুভেন্টাস ২: ৪ ডর্টমুন্ড

৯০‍+৪'—জুভেন্টাস ৩: ৪ ডর্টমুন্ড

৯০‍+৬'—জুভেন্টাস ৪: ৪ ডর্টমুন্ড

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ