কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে
Published: 18th, January 2025 GMT
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী ‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। শনিবার ভোরে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
বাবুল কাজীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, তাঁকে গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তাঁর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীও পুড়েছে, অবস্থা আশঙ্কাজনক।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তাঁর বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা