ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে চান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মিহির চক্রবর্তী।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে পড়তে আসা মিহির হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তার মা ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 
 
জানা গেছে, মিহিরের মা গত ৪ মাস আগে থেকে প্রাথমিক পর্যায়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যায়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এ জন্য তিনি সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

মিহির বলেন, “আমার ৪৫ বছর বয়সী মা কয়েক মাস ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ক্যান্সার ব্রেন ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। বর্তমানে পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। আমাদের সঞ্চয়ের পুরো অর্থ মায়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে। আর্থিক সংকটের কারণে টিউশনি করে আমার লেখাপড়ার খরচ চালাই এবং পরিবারকে সহযোগিতা করি।”

তিনি বলেন, “আপনাদের সবার প্রতি আমার আকুল আবেদন, এ দুর্দিনে আপনারা সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকব।”

তার সহপাঠী রাহুল পাল বলেন, “আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ি একজন মায়ের জীবন বাঁচাতে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমে হয়তো একটি পরিবার আলোর দেখা পেতে পারে।”

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা- মিহির ০১৭৬৭৫১৫০৩৮ (বিকাশ, ব্যক্তিগত) এবং হিসাব নাম রাহুল পাল, হিসাব নম্বর ২০৫০৭৭৭০২০১০৯৮৭৮৩, ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংকিং)।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর থ ক স সহয গ ত পর ব র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ