ঝালকাঠিতে আইনজীবীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা
Published: 26th, January 2025 GMT
ঝালকাঠিতে নির্বাহী আদালতের বিচারকের অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ তুলে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বরিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিরুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারি আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার পরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভা করে ২৭ জানুয়ারি থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সব কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন জানান, আইনজীবীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তা না হলে তারা আদালত করবেন না।
আরো পড়ুন:
সাবেক এমপি নদভী আরো ৪ দিন রিমান্ডে
বিচারক অপসারণ না হওয়ায় আদালতের ফটকে তালা, সড়ক অবরোধ
ঢাকা/অলোক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের শোক
ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,এ,সামাদ মতিনের স্ত্রী, ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আইনজীবী সুরাইয়া মতিন বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। ফতুল্লা পোস্ট অফিস রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
মরহুমার নামাজের জানাযা বুধবার জহুরের নামাজের পর ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক কবস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইনজীবী সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।