স্পোর্টিং-ডর্টমুন্ড ম্যাচটি মূলত দুই স্ট্রাইকারের লড়াই
Published: 11th, February 2025 GMT
নতুন নিয়মে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হচ্ছে। রবিন রাউন্ড লিগের সেরা ৮ দল ওঠে গিয়েছে সরাসরি সেরা ষোলোতে। পরের ১৬টি দল থেকে প্লে-অফের মাধ্যমে ৮টি দল বেছে নেওয়া। আজ (১১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই লড়াইয়ে মাঠে নামছে স্পোর্টিং সিপি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই আসরে ম্যানসেটার সিটিকে উড়িয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল স্পোর্টিং, অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ ডর্টমুন্ড। তবে শেষ কিছুদিন কেউই নেই তাদের সেরা ফর্মে।
এই ম্যাচে দুই দলের ডাগ আউটেই থাকবেন দুজন নতুন কোচ। নিকো কোভাচ তো ডর্টমুন্ডকে মাত্র ১ ম্যাচের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েই নেমে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায়। তবে সেই এক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর নয় ক্রোয়েট ম্যানেজারের জন্য। ২০০৮ সালের পর জার্মান ক্লাবটির দায়িত্বে থাকা কোন কোচই তাদের প্রথম বুন্দেসলিগার ম্যাচ হারেননি। তবে শনিবার স্টুর্টগার্টের বিপক্ষে ২-১ বুবধানে হেরে কোভাচের সেই অভিজ্ঞতা হয়েছে।
অন্যদিকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই ছন্দ হারিয়েছে স্পোর্টিং। জোয়াও পেরেইরার হাত ঘুরে পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব এখন রুই বর্গেসের কাঁধে। এই ৪৩ বছর বয়সী কোচের অধীনে পর্তুগিজ লিগে ৫ ম্যাচের ৪টিতে জিতে এবং ১টিতে ড্র করে এখন টেবিলের চূড়ায় আছে সিপি। তবে চ্যাম্পিয়নস লিগে এখনও উতরাতে পারেননি বর্গেস।
আরো পড়ুন:
৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়
এই ম্যাচটা একই সাথে দুই দলের দুই স্ট্রাইকারেরও বটে। ডর্টমুন্ড বুন্দেসলিগায় টেবিলের ৯ নম্বরে থাকলেও তাদের ফরাসি স্ট্রাইকার সেরহু গিরাসি ঠিকই গোলের দেখা পাচ্ছেন নিয়মিত। এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার ৯ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে স্পোর্টিংয়ের ভিক্টর গিওকেরেস আগামী মৌসুমে ইউরোপের বড় দলগুলোর প্রধান টার্গেট। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩৪ গোল। যদিও সবশেষ লিগ ম্যাচে পোর্তোর বিপক্ষে এই সুইডিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধ্বের ২১ মিনিট মাঠে ছিলেন চোটের কারনে।
এরআগে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল চারবার। সেখানে ডর্টমুন্ডের ৩ জয়ের বিপরীতে স্পোর্টিং জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে।
স্পোর্টিং এবারের আসরের লিগ পর্বে ম্যানচেস্টার সিটির মতো দলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তবে এরপর আমোরিম দল ছাড়লে ছন্দ হারায় দলটি। রাতে ঘরের মাঠে হোসে আলভালাদে স্টেডিয়ামে আবারও পুড়োনো রূপে ফেরার একটা সুযোগ পাচ্ছে স্পোর্টিং। বর্গেসের দল ডর্টমুন্ডের মত ইউরোপের জায়ান্টকে হারিয়ে কি তাক লাগাতে পারবে আবারও? উত্তরটা সময়ে কাছে তোলা থাক সময়ের কাছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ