স্পোর্টিং-ডর্টমুন্ড ম্যাচটি মূলত দুই স্ট্রাইকারের লড়াই
Published: 11th, February 2025 GMT
নতুন নিয়মে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হচ্ছে। রবিন রাউন্ড লিগের সেরা ৮ দল ওঠে গিয়েছে সরাসরি সেরা ষোলোতে। পরের ১৬টি দল থেকে প্লে-অফের মাধ্যমে ৮টি দল বেছে নেওয়া। আজ (১১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই লড়াইয়ে মাঠে নামছে স্পোর্টিং সিপি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই আসরে ম্যানসেটার সিটিকে উড়িয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল স্পোর্টিং, অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ ডর্টমুন্ড। তবে শেষ কিছুদিন কেউই নেই তাদের সেরা ফর্মে।
এই ম্যাচে দুই দলের ডাগ আউটেই থাকবেন দুজন নতুন কোচ। নিকো কোভাচ তো ডর্টমুন্ডকে মাত্র ১ ম্যাচের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েই নেমে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায়। তবে সেই এক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর নয় ক্রোয়েট ম্যানেজারের জন্য। ২০০৮ সালের পর জার্মান ক্লাবটির দায়িত্বে থাকা কোন কোচই তাদের প্রথম বুন্দেসলিগার ম্যাচ হারেননি। তবে শনিবার স্টুর্টগার্টের বিপক্ষে ২-১ বুবধানে হেরে কোভাচের সেই অভিজ্ঞতা হয়েছে।
অন্যদিকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই ছন্দ হারিয়েছে স্পোর্টিং। জোয়াও পেরেইরার হাত ঘুরে পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব এখন রুই বর্গেসের কাঁধে। এই ৪৩ বছর বয়সী কোচের অধীনে পর্তুগিজ লিগে ৫ ম্যাচের ৪টিতে জিতে এবং ১টিতে ড্র করে এখন টেবিলের চূড়ায় আছে সিপি। তবে চ্যাম্পিয়নস লিগে এখনও উতরাতে পারেননি বর্গেস।
আরো পড়ুন:
৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়
এই ম্যাচটা একই সাথে দুই দলের দুই স্ট্রাইকারেরও বটে। ডর্টমুন্ড বুন্দেসলিগায় টেবিলের ৯ নম্বরে থাকলেও তাদের ফরাসি স্ট্রাইকার সেরহু গিরাসি ঠিকই গোলের দেখা পাচ্ছেন নিয়মিত। এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার ৯ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে স্পোর্টিংয়ের ভিক্টর গিওকেরেস আগামী মৌসুমে ইউরোপের বড় দলগুলোর প্রধান টার্গেট। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩৪ গোল। যদিও সবশেষ লিগ ম্যাচে পোর্তোর বিপক্ষে এই সুইডিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধ্বের ২১ মিনিট মাঠে ছিলেন চোটের কারনে।
এরআগে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল চারবার। সেখানে ডর্টমুন্ডের ৩ জয়ের বিপরীতে স্পোর্টিং জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে।
স্পোর্টিং এবারের আসরের লিগ পর্বে ম্যানচেস্টার সিটির মতো দলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তবে এরপর আমোরিম দল ছাড়লে ছন্দ হারায় দলটি। রাতে ঘরের মাঠে হোসে আলভালাদে স্টেডিয়ামে আবারও পুড়োনো রূপে ফেরার একটা সুযোগ পাচ্ছে স্পোর্টিং। বর্গেসের দল ডর্টমুন্ডের মত ইউরোপের জায়ান্টকে হারিয়ে কি তাক লাগাতে পারবে আবারও? উত্তরটা সময়ে কাছে তোলা থাক সময়ের কাছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে