প্রথমবারের মতো চরকির ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তে একসঙ্গে আসছেন গায়ক–অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী তানজিন তিশা। কাজটি নিয়ে সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিন তিশা বলেন, ‘প্রীতম ভাইয়াকে আমি কখনো শুটিং সেটে রাগতে দেখিনি। সব আর্টিস্টকে নিয়ে একটু একটু করে কাজটি শেষ করেছেন তিনি। সব কৃতিত্ব প্রীতম ভাইয়ার।’

তিশার কথা শেষ হতেই পাশ থেকে ‘ধন্যবাদ’ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। কিন্তু তানজিন তিশা কথাগুলো বলছিলেন নির্মাতা জাহিদ প্রীতমের উদ্দেশে। তিশা পরে মজা করে বলেন, ‘আমি তো প্রীতম ভাইয়ার কথা বলছি।’ বিষয়টা প্রীতমও বুঝেছিলেন। কিন্তু মজা করেই তিনি ধন্যবাদ জানান। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। কথায় কথায় জমে ওঠে ‘ঘুমপরী’ নিয়ে তারকাদের খুনসুটি আর মজার আড্ডা।

ভালোবাসার মাসে চরকিতে আসছে ‘ঘুমপরী’। ওয়েব ফিল্মটি ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী কারওয়ান বাজারের একটি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। দেখানো হয় ওয়েব ফিল্মটির ট্রেলার। আয়োজনে উপস্থিত ছিলেন ‘ঘুমপরী’র অভিনয়শিল্পী প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম, চরকির প্রধান নিবার্হী কর্মকর্তা রেদওয়ান রনি, কলাকুশলীসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে জাহিদ প্রীতম, পারশা মাহজাবিন, প্রীতম হাসান ও তানজিন তিশা। চরকির সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘ মপর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ