Samakal:
2025-11-03@02:26:19 GMT

আমি কি ভুলিতে পারি

Published: 21st, February 2025 GMT

আমি কি ভুলিতে পারি

ফেব্রুয়ারি এলে তোমাদের ভেতর নিশ্চয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তা হচ্ছে বইমেলায় ঘোরার আনন্দ। প্রিয় বই কেনার আনন্দ। ফাল্গুনের আনন্দ। এত্তো এত্তো আনন্দের মাঝে শোক মেশানো একটা গর্বের দিনও আছে আমাদের; যা পৃথিবীর আর কোনো দেশের নেই। সেই দিনটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি। আজ থেকে অনেক আগে। সেই ১৯৫২ সালে আমাদের বাবা-ভাইয়েরা যখন কথা বলছিলো বাংলায়। তখন কিছু পচা মানুষ তাদের বাংলায় কথা বলতে নিষেধ করলো। বললো তাদের ভাষায় কথা বলতো। আচ্ছা তোমরাই বলো, ঘুম থেকে উঠে রোজ জেগে আম্মু বলে ডাক দাও। এই ডাকটা শুনেই কাজ ফেলে ছুটে আসেন মা। তখন মায়ের গলা জড়িয়ে আদর দিয়ে বাংলায় যেই কথা বলো। যে বায়নাটা ঘুম থেকে উঠেই করো মায়ের কাছে তা তো বাংলাতেই করো নাকি? বাংলায় মায়ের সঙ্গে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে যেই মজাটা পাও তাকি অন্য ভাষায় পাওয়া যায়? নিশ্চয়ই যায় না। আমাদের বাবা-ভাইয়েরা কেন এই মজাটা পাবে অন্য ভাষায়? তাছাড়া তোমাদের কথাও তো তাদের ভাবনায় ছিলো। তারা সব ভুলে অন্যদের ভাষা মেনে না নিয়ে প্রতিবাদ করলেন। অনেকে ভাষার জন্য বুকটাও পেতে দিলেন। বুক পেতে দিয়ে তারা চলে গেলেন দূর আকাশে। কিন্তু তোমাদের জন্য মধুর ভাষাটা আপন করে দিয়ে গেলেন। তারপর থেকে তো বাংলাটা আমাদের ভাষাই হয়ে গেলো। তাদের সেই ত্যাগের দিনটি ছিলো ২১ ফেব্রুয়ারি। গতকাল ছিলো সেই মহান দিন। এই দিনে বড়দের সঙ্গে তুমিও নিশ্চয়ই শহীদ মিনারে গিয়ে সেই ভাষার জন্য বুক পেতে দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছো। শহীদ মিনারে দাঁড়িয়ে তাদের কথা দিয়ে এসেছো যে, আমরা বাংলার জন্যই লড়ে যাবো। এই ভাষার জন্য, এই দেশের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। আসছি বাংলাটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে! n

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য আম দ র আনন দ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ