গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইলের শ্রমিকবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত বাস থেকে নামার সময় হুড়োহুড়িতে সাতজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার সোম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শ্রমিকেরা জানান, গতকাল রাত আটটার দিকে চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে একটি বাস তুমুলিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সড়ক দিয়ে সোম বাজার হয়ে টঙ্গীর গাছার উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাতজন আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আমেনা বেগম নামের একজনকে ঢাকায় পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের পুরো বডি পুড়ে গেছে; তবে ইঞ্জিন ভালো রয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ