গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইলের শ্রমিকবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত বাস থেকে নামার সময় হুড়োহুড়িতে সাতজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার সোম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শ্রমিকেরা জানান, গতকাল রাত আটটার দিকে চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে একটি বাস তুমুলিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সড়ক দিয়ে সোম বাজার হয়ে টঙ্গীর গাছার উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাতজন আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আমেনা বেগম নামের একজনকে ঢাকায় পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের পুরো বডি পুড়ে গেছে; তবে ইঞ্জিন ভালো রয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ