বগুড়ায় মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে অপর্ণা রানী (২৩) নামে এক নার্সিং কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যায় তি‌নি নিজ বাড়ির চার তলার ছাদ থে‌কে পড়ে আহত হওয়ার পর চি‌কিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত অপর্ণা শহ‌রের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে। 

স্বজনরা জানান,  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবসত বাড়ির ছাদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন স্বজন ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটায় তার মৃত্যু হয়।

সদর থানা অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

ঢাকা/এনাম/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

এদিকে সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। গানে অংশ নেন কণকচাঁপা, মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।

এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীর রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ