চট্টগ্রামে টেম্পো ও মাহিদ্রা চালকদের সড়ক অবরোধ, হাজারো মানুষের ভোগান্তি
Published: 8th, March 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর ভেতর অটোরিকশা-মাহিদ্রা যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে মুরাদপুর মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজের ৫ থেকে ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে শতশত বাস-ট্রাকসহ গণপরিবহন আটকে পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় হাজারো সাধারণ যাত্রীদের।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। শনিবার নিয়ম না মেনে গাড়ি পার্কিং করায় মামলা দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন টেম্পো (থ্রি-হুইলার) ও মাহিদ্রা চালকরা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চালকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় ঊধ্বর্তন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে কর্মসূচি স্থগিত করে তাদের দাবির বিষয়ে জানানোর জন্য থানায় একটি টিম আসতে বলি। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চালকরা অভিযোগ করে বলেন, ট্রাফিক পুলিশ বিনা কারণে টেম্পো ও থ্রি হুইলার গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। আগে একটা দিলেও এখন ডাবল মামলা দিচ্ছে। ১৫ বছর আগে ৫ শ’ টাকা এক হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দিয়ে চালকদের হয়রানি করা হচ্ছে। আমরা এসব মামলা থেকে বাঁচতে আন্দোলন করছি।
নাইমুল নামের এক রিকশাচালক বলেন, ১৫ দিন আগে সড়কের পাশে দাঁড়ানোয় আমার গাড়ির বিরুদ্ধে ৬ হাজার টাকার মামলা দেয়। বৃহস্পতিবার আবারও ৬ হাজার টাকার মামলা দিয়ে হয়রানি করছে। আমরা আইন না মামলার বিষয়টি সঠিক না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে