এক লাখ দর্শক ধারণক্ষম নতুন স্টেডিয়াম বানাবে ম্যানইউ
Published: 11th, March 2025 GMT
ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। বর্তমান ওল্ড ট্রাফোর্ডের কাছেই নির্মাণ করা হবে নতুন এই ওল্ড ট্রাফোর্ড।
স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৩১ হাজার ৪২০ কোটি টাকা। নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হলে পুরনো ওল্ড ট্রাফোর্ড ভেঙে ফেলা হবে। নতুন এই স্টেডিয়ামে এক লাখ দর্শক বসে খেলা দেখতে পারবে।
ম্যানইউ-এর অন্যতম মালিক স্যার জিম র্যাটক্লিফ জানিয়েছেন, ক্লাবটির নতুন এই স্টেডিয়ামটি হবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম। এটির নির্মাণ কাজ পাঁচ বছরে শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ১৯১০ সাল থেকে ওল্ড ট্রাফোর্ডকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। ১১৫ বছরের এই স্টেডিয়াম সুযোগ-সুবিধার বিচারে অন্যদের থেকে পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন র্যাটক্লিফ, ‘বর্তমান স্টেডিয়াম গেল ১১৫ বছর ধরে অসাধারণ সার্ভিস দিয়ে এসেছে। কিন্তু বৈশ্বিক বিবেচনায় এটা পেছনে পড়ে রয়েছে।’
ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ১ বিলিয়ন পাউন্ডের মতো ঋণে ডুবে আছে। ২ বিলিয়ন পাউন্ড দিয়ে স্টেডিয়াম নির্মাণের এতো অর্থ রেড ডেলিভসরা কীভাবে পাবে তা নিয়েও জল্পনা আছে। ম্যানইউ-এর মাঠের পারফরম্যান্স ভালো হলে তাও একটা কথা ছিল।
ক্লাবটির ওমার বের্রাদা জানিয়েছেন, নতুন স্টেডিয়াম মানে এটি বিনোয়োগের ভালো সুযোগ। তারা আশা করছেন, আইকনিক এই স্টেডিয়াম নির্মাণের জন্য তারা প্রয়োজনীয় ফান্ড সংগ্রহে সক্ষম হবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এই স ট ড য় ম
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে