এক লাখ দর্শক ধারণক্ষম নতুন স্টেডিয়াম বানাবে ম্যানইউ
Published: 11th, March 2025 GMT
ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। বর্তমান ওল্ড ট্রাফোর্ডের কাছেই নির্মাণ করা হবে নতুন এই ওল্ড ট্রাফোর্ড।
স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৩১ হাজার ৪২০ কোটি টাকা। নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হলে পুরনো ওল্ড ট্রাফোর্ড ভেঙে ফেলা হবে। নতুন এই স্টেডিয়ামে এক লাখ দর্শক বসে খেলা দেখতে পারবে।
ম্যানইউ-এর অন্যতম মালিক স্যার জিম র্যাটক্লিফ জানিয়েছেন, ক্লাবটির নতুন এই স্টেডিয়ামটি হবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম। এটির নির্মাণ কাজ পাঁচ বছরে শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ১৯১০ সাল থেকে ওল্ড ট্রাফোর্ডকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। ১১৫ বছরের এই স্টেডিয়াম সুযোগ-সুবিধার বিচারে অন্যদের থেকে পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন র্যাটক্লিফ, ‘বর্তমান স্টেডিয়াম গেল ১১৫ বছর ধরে অসাধারণ সার্ভিস দিয়ে এসেছে। কিন্তু বৈশ্বিক বিবেচনায় এটা পেছনে পড়ে রয়েছে।’
ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ১ বিলিয়ন পাউন্ডের মতো ঋণে ডুবে আছে। ২ বিলিয়ন পাউন্ড দিয়ে স্টেডিয়াম নির্মাণের এতো অর্থ রেড ডেলিভসরা কীভাবে পাবে তা নিয়েও জল্পনা আছে। ম্যানইউ-এর মাঠের পারফরম্যান্স ভালো হলে তাও একটা কথা ছিল।
ক্লাবটির ওমার বের্রাদা জানিয়েছেন, নতুন স্টেডিয়াম মানে এটি বিনোয়োগের ভালো সুযোগ। তারা আশা করছেন, আইকনিক এই স্টেডিয়াম নির্মাণের জন্য তারা প্রয়োজনীয় ফান্ড সংগ্রহে সক্ষম হবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এই স ট ড য় ম
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা