রুসু বাউন্ডুলে ছেলে। ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউন্ডুলে জীবন কাটায়। এদিকে মারজান মাত্র কলেজ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু। মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই টের পায়, চলছে নতুনদের র‌্যাগিং! তার সিরিয়াল পড়ে রুসুদের গ্রুপে।

আরও পড়ুন‘হঠাৎ ভালোবাসা’ নিয়ে আসছেন জোভান–তটিনী০৫ সেপ্টেম্বর ২০২৪

মজার বিষয়, সেদিন মারজানকে র‍্যাগ না দিয়ে ছেড়ে দেয় রুসু। সে মারজানকে বলে দেয়, কেউ কিছু বললে বলতে যে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’! এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন দিওয়ানা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। নির্মাতা হাসিব হোসাইনের ভাষ্যে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও।

‘মন দিওয়ানা’ নাটকের দৃশ্যে তটিনী ও তৌসিফ। প্রযোজনা সংস্থার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমান দিয়েছে টিকিটে ১৫ শতাংশ ছাড়

দেশি ও বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে আজ ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয়েছে তিন দিনের ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই পর্যটন মেলায় দেশি-বিদেশি সরকারি সংস্থাসহ ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট, হোটেল-রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজসহ বিভিন্ন পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এই মেলায় ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও বিদেশি দূতাবাস ও মিশন অংশ নিয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের ভিত্তিতে র‍্যাফল ড্রয়ে থাকছে বিমানের টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন নিবন্ধন করলে প্রবেশ ফ্রি লাগছে না। মেলাটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ঘুরে আসতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

আরও পড়ুনহাঁটার চেয়ে সিঁড়ি দিয়ে ওঠা কতটা ভালো ব্যায়াম, জানেন?১৭ সেপ্টেম্বর ২০২৫

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পর্যটন বিচিত্রার উদ্যোগে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস মেলা উপলক্ষে তিন দিন নির্ধারিত রুটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করছে। বিমান ছাড়াও অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের পণ্য ও সেবায় ছাড় দিয়েছে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটনশিল্পে গতি সঞ্চার করবে।’

মেলায় প্রদর্শনীর পাশাপাশি পর্যটন–সম্পর্কিত সেমিনার, বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে।

আরও পড়ুননতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ