বাউন্ডুলে রুসু আর ‘জুনিয়র’ মারজানের গল্প
Published: 19th, March 2025 GMT
রুসু বাউন্ডুলে ছেলে। ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউন্ডুলে জীবন কাটায়। এদিকে মারজান মাত্র কলেজ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু। মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই টের পায়, চলছে নতুনদের র্যাগিং! তার সিরিয়াল পড়ে রুসুদের গ্রুপে।
আরও পড়ুন‘হঠাৎ ভালোবাসা’ নিয়ে আসছেন জোভান–তটিনী০৫ সেপ্টেম্বর ২০২৪মজার বিষয়, সেদিন মারজানকে র্যাগ না দিয়ে ছেড়ে দেয় রুসু। সে মারজানকে বলে দেয়, কেউ কিছু বললে বলতে যে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’! এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন দিওয়ানা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। নির্মাতা হাসিব হোসাইনের ভাষ্যে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও।
‘মন দিওয়ানা’ নাটকের দৃশ্যে তটিনী ও তৌসিফ। প্রযোজনা সংস্থার সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়
ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।
অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুন:
বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন
কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।
সূত্র: ইণ্ডিয়া টিভি
ঢাকা/লিপি