জুলাইসহ সব হত্যা ও গুমের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের
Published: 21st, March 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানসহ বিগত সময়ের সব হত্যা, গুম ও নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ–ইফতার মাহফিলে ইউনুস আহমাদ এ দাবি জানান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এই ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মানুষের জীবনকে যারা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, ইতিহাস তাদের ক্ষমা করে না উল্লেখ করে ইউনুস আহমাদ বলেন, ‘শহীদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। রক্তের মূল্য বৃথা যায় না। কোনো রাজনীতি, কোনো অজুহাত বা কোনো কূটকৌশলে মানুষের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে, ইতিহাস তাদের ক্ষমা করে না। রক্তের দায় যারা অস্বীকার করে, তাদের শাস্তি ভোগ করতেই হয়।’
তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘দেশে শিল্পায়ন করতে হবে, তারুণ্যকে সহজ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দিতে হবে। স্টার্ট-আপ প্রোগ্রামকে বাধাহীনভাবে উৎসাহ দিতে হবে।’
ইফতার মাহফিলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রবিষয়ক সম্পাদক মনির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নিয়ামাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাছিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//