জাপোরিঝঝিয়ার পারমাণবিক কেন্দ্র রুশ স্থাপনা। তাই এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশের কাছে দেওয়া অসম্ভব। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পারমাণবিক কেন্দ্রটি যৌথভাবে পরিচালনার বিষয়টিও প্রত্যাখ্যান করা করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যৌথভাবে পরিচালনায় পারমাণবিক কেন্দ্রের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এ ছাড়া জাপোরিঝঝিয়া এখন আংশিকভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরুর পর যে চারটি অঞ্চলে রুশ সেনারা নিয়ন্ত্রণে নেয় তার মধ্যে জাপোরিঝঝিয়া একটি। অভিযান শুরুর সাত মাস পরে এসব অঞ্চলে গণভোট আয়োজন করে রাশিয়া। পরে সেগুলোকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রুশ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি তুলে ধরেছে।

পশ্চিমা দেশগুলো অবশ্য এই গণভোটকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাপোরিঝঝিয়া কেন্দ্রটি ফেরত দেওয়া অনেক দিন ধরেই আর বাস্তবসম্মত নয়। বিশেষ করে ইউক্রেনের কাছে স্থানান্তর বা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া অসম্ভব।

আক্রমণের শুরুতেই রুশ বাহিনী কেন্দ্রটি দখল করে নেয়। ছয়টি চুল্লিসহ ইউরোপের বৃহত্তম পারমাণবিক এ বিদ্যুৎকেন্দ্রে এর পর থেকে নিয়মিতভাবে পাল্টাপাল্টি হামলা চলছে।

বর্তমানে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তবে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা ইউক্রেনের অন্য পারমাণবিক কেন্দ্রের সঙ্গে এটিরও নজরদারি করে থাকে।

ইউক্রেনের পক্ষ থেকে এ কেন্দ্রটিকে তাদের এখতিয়ারে ফিরিয়ে আনার দাবি করা হচ্ছে। এ ছাড়া জাপোরিঝঝিয়াকে রুশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্তিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো ইউক্রেনের জনগণের। তিনি ট্রাম্পের সঙ্গে এসব কেন্দ্রে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

হামলা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির তিনটি পৃথক এলাকায় বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলাচেষ্টায় ইউক্রেনকে দায়ী করা হয়েছে। আরও বলা হয়েছে, এ ধরনের হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৩০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্রিমিয়ায় গ্যাস সংরক্ষণাগারে হামলার চেষ্টা করে ইউক্রেন। এ ছাড়া কুরস্ক ও ব্রাইনস্ক এলাকায়ও হামলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ক্রেমলিন জানায়, রাশিয়া ও ইউক্রেন উভয়ই তেল শোধনাগার, তেল ও গ্যাস পাইপলাইন এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ৩০ দিনের জন্য হামলা বন্ধে রাজি হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়, তারা মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ায় ১১৭টি ড্রোনের সাহায্যে হামলা চালায়। এর মধ্যে ৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মাইকোলাইভ বন্দরে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এ বন্দর দিয়ে কৃষ্ণসাগরে যুক্ত হয় ইউক্রেন।

গত মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়া কৃষ্ণসাগরে নৌপথ নিয়ে সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী, এই নৌপথে পাল্টাপাল্টি হামলা চালানো হবে না। তবে কবে নাগাদ এ চুক্তি কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়।
জার্মানির আহ্বান

জার্মানির পক্ষ থেকে গতকাল রাশিয়াকে শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মস্কো দাবি করেছে, কৃষ্ণসাগরে হামলা বন্ধ করার চুক্তির বিষয়টি তাদের ওপর পশ্চিমাদের দেওয়া কিছু বিধি–নিষেধ তুলে নেওয়ার পরেই কার্যকর হতে পারে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ‘শর্ত ছাড়াই রাশিয়াকে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র প য় ইউক র ন

এছাড়াও পড়ুন:

প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।

এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’

‎বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন

‎জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।

‎তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।

‎কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।

‎পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”

‎গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”

‎অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, ‎যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ