Prothomalo:
2025-11-02@18:59:33 GMT

সবাই এখন সাজঘরমুখী

Published: 28th, March 2025 GMT

পবিত্র রমজান শেষ হওয়ার পথে। দরজায় কড়া নাড়ছে ঈদ। নিজের ও প্রিয়জনের জন্য উপহার কিনতে কাজের ফাঁকে এ–দোকান ও–দোকান ঘুরে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। রোদে পুড়ে যাচ্ছে ত্বক। সঙ্গে চেহারায় ক্লান্তি ভাব। এসব দূর করতে অনেকে ভিড় করছেন সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে। নতুন পোশাকের সঙ্গে সজীব ত্বক আর ঝলমলে চুল না হলে ঈদের সাজ কি সম্পূর্ণ হয়?

গত কয়েক দিন রাজধানীর সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, নানা বয়সী মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। অভিভাবকদের হাত ধরে হাজির শিশুরাও। বন্ধু–বান্ধব বা পরিবারের সদস্যরা মিলে দল বেঁধে এসেছেন অনেকে। কেউ ত্বকের পরিচর্যা করাচ্ছেন, কেউ চুলের। সঙ্গে হাত–পায়ের যত্ন তো আছেই।

লালমাটিয়ার বাসিন্দা শাম্মী আক্তার। দুই বাচ্চার স্কুল, বাজার, রান্নাসহ সংসারের কাজে ব্যস্ত সময় পার করেন এই গৃহবধূ। কয়েক দিন ধরে ঈদের কেনাকাটা নিয়েও নানা শপিং মলে ঘোরাঘুরি করেছেন। সৌন্দর্য চর্চাকেন্দ্র পারসোনার ধানমন্ডি শাখায় কথা হয় তাঁর সঙ্গে। কী সেবা নিতে এসেছেন জানতে চাইলে হাসিমুখে বলেন, সামনে ঈদ, তারপরই ছোট ননদের বিয়ে। চেহারা থেকে ক্লান্তি ভাব দূর করতে নিতে এসেছেন হাইড্রা ফেসিয়াল।

পারসোনার ভেতরে গিয়ে কথা হয় তাহমিনা মান্নানের সঙ্গে। ৬০ বছর বয়সী এই নারী চুলে মেহেদি লাগিয়েছেন। সঙ্গে চলছে পেডিকিউর-ম্যানিকিউর। ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালও করাবেন। রাজধানীর পান্থপথের এই বাসিন্দা বলেন, ‘সকালে ছেলে গাড়িতে নামিয়ে দিয়ে গেছে। ওদের বলেছে, “মায়ের জন্য আপনাদের যা যা সার্ভিস আছে সব মা করাবেন।” এখন ওরা একে একে সব করছে।’

কয়েক বছর ধরে ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালের চাহিদা অনেক বেড়েছে। তবে এর পাশাপাশি ত্বকের যত্নে অক্সিব্রাইট, অক্সিকোলাজেন, ব্রাইট ন্যারেশিংয়ের চাহিদাও রয়েছে। এমনটাই জানিয়েছেন পারসোনার ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক রেশমা আক্তার। পারসোনার ভেতরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে তিনি আরও জানালেন, ১৫ রোজার পর থেকে গ্রাহকের চাপ বেড়েছে। নানা ধরনের ফেসিয়ালের পাশাপাশি গ্রাহকেরা এখন হাত পায়ের যত্নে পেডিকিউর, ম্যানিকিউর বেশি করাচ্ছেন।

তাঁর সঙ্গে ঘুরতে ঘুরতেই কথা হয় মোহাম্মদপুর থেকে আসা রত্নার সঙ্গে। তিনি চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি পেডিকিউর, ম্যানিকিউর করাচ্ছেন। তিনি বলেন, ‘ত্বকের যত্নে সারা বছরই পারসোনায় আসি। তবে সামনে ঈদ, তাই এখন একবারে সব করিয়ে নিচ্ছি।’

পাশের আরেক কক্ষে চলছে চুল কাটা। রেশমা বলেন, ‘২০ রোজার পর হেয়ার কাট বেশি হচ্ছে। ভলিউম লেয়ার, লং লেয়ার, বাটারফ্লাই কাট খুব চলছে। অনেকে চুল রং করাচ্ছেন। বিশেষ করে ফ্যাশন কালারের খুব চাহিদা এবার। ঈদে সবাই চেহারায় নতুন লুক চান।’

পারসোনায় ১১৫০ টাকায় শ্যাম্পু করাসহ চুলের কাট দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বলেন, ঈদের আগে তাঁরা সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সৌন্দর্য চর্চাকেন্দ্র খোলা রাখছেন। কেউ যদি সেবা গ্রহণের আগে পরামর্শ নিতে চান পারসোনায় সে ব্যবস্থাও আছে। ঈদের আগে চুলের যত্নে গ্রাহকেরা কী কী সেবা নিচ্ছেন জানাতে গিয়ে রেশমা বলেন, নানা ক্যারোটিন ট্রিটমেন্ট আর হেয়ার স্মুদিংয়ের চাহিদা বেশি।

ধানমন্ডিতে পারসোনার উল্টো দিকের রাস্তাতেই ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। সেখানে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। পরে ফোনে কথা হয় বিপণন বিভাগের ব্যবস্থাপক অদিতি বাড়ৈয়ের সঙ্গে। তিনি বললেন, তাঁদের স্যালনে স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল, হাইড্রা ডার্মাব্রেশন ফেসিয়াল, মেনিকিউর-পেডিকিউর, হেয়ার কাট, হেয়ার কালার এবং হেয়ার ট্রিটমেন্টের চাহিদা সবচেয়ে বেশি। ঈদের আগে ত্বকে বাড়তি উজ্জ্বলতা পেতে স্কিন ট্রিটমেন্টগুলোর চাহিদাও আছে।

ঈদ উপলক্ষে তাঁদের স্যালনে স্পেশাল ডিসকাউন্টে নানা প্যাকেজ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। এই প্যাকেজে কম খরচে একাধিক সেবা পাওয়া যাচ্ছে। খোলা থাকছে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাজধানীর নীলক্ষেত গাউসুল আজম মার্কেটের অর্নি বিউটি পার্লার। দুই কক্ষের ছোট্ট সৌন্দর্য চর্চাকেন্দ্রটিতে ২১ মার্চ শুক্রবার বিকেলে গিয়ে বেশ ভিড় দেখা গেল। স্বত্বাধিকারী শাহানা জাহান নূপুর বলেন, ‘আমরা কম খরচে নানা সেবা দিয়ে থাকি। যাঁরা একটু কম খরচে ত্বক ও চুলের যত্ন নিতে চান তাঁরা আমাদের এখানে আসেন।’

নারীদের পাশাপাশি পুরুষদের মধ্যেও সৌন্দর্য সচেতনতা বেড়েছে। তেমনটাই দেখা গেল পারসোনা অ্যাডামসে গিয়ে। এখানে পুরুষদের ত্বক ও চুলের যত্নে নানা সেবা দেওয়া হয়। কথা হয় ফ্লোর ব্যবস্থাপক মাসুমের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেরা চুল কাটা, শেভিং, পেডিকিউর, ম্যানিকিউর—সাধারণত এসবই করান। তবে ঈদের আগে চুলে নানা ফ্যাশন কালার করাচ্ছেন অনেকে। আর চলছে হাইড্রা ফেসিয়াল।’

এসব সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে বড়দের পাশাপাশি শিশুদেরও সেবা দেওয়া হয়। কয়েকজন শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে যা বোঝা গেল তাতে, মূলত চুল কাটতেই শিশুদের সৌন্দর্য চর্চাকেন্দ্রে নিয়ে আসেন অভিভাবকেরা।

সব শেষে আসি মেহেদির কথায়। ঈদে হাত ভরে মেহেদি না পরলে কি চলে? সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে অবশ্য এখনো মেহেদি পরার ভিড় শুরু হয়নি। ঈদের দু–একদিন আগে মেহেদি পড়ার ভিড় শুরু হবে। তবে দোকানগুলোতে মেহেদি কেনার ধুম পড়ে গেছে। অনলাইনেও প্রচুর মেহেদি বিক্রি হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র টম ন ট কর চ ছ ন প রস ন র ব যবস থ

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ