চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৫
Published: 5th, April 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর এলাকা থেকে দেড় কোটি টাকা দামের স্বর্ণালঙ্কার ও বিদেশি সিগারেটসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে পতেঙ্গা থানা পুলিশের একটি দল বিমানবন্দর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এসব স্বর্ণ ও সিগারেট জব্দ করে।
গ্রেপ্তার পাঁচ জন হলেন—মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো.
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, পতেঙ্গা থানাধীন বিমানবন্দর মোড়ে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালনের সময় রাত সোয়া ১১টার দিকে সন্দেহজনক একটি গাড়ি তল্লাশি করে। এ সময় গাড়ির ভিতর থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে। এসব মালামালের দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। এ সময় গাড়িতে থাকা চার জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের শনিবার চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা