রোনান সুলিভানের গায়ে বাফুফের লোগো ছাপানো জ্যাকেট
Published: 5th, April 2025 GMT
নব্বইয়ের দশকের পর আবারও বাংলাদেশের ফুটবলে লেগেছে হাওয়া। যার শুরুটা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর বাংলাদেশে জাতীয় দলে নাম লেখানোর মাধ্যমে। একই সাথে ফাহামিদুল ইসলাম ও সমিত সোমকে নিয়েও ফুটবল আড্ডায় আলোচনার শেষ নেই। আলোচনা ছিল ‘সুলিভান’ ভাইদের নিয়েও।
তবে সুলিভানদের বড় দুই ভাই কুইন ও কাভান যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলার দ্বারপ্রান্তে। তাই এই দুজনের নাম আপাতত আলোচনায় নেই। তবে তাদের আরো দুইভাই আছেন, রোনান ও ডেকলান সুলিভান। ফিলাডেলফিয়া একাডেমির এই দুই প্রতিভাবান মিডফিল্ডারের দিকেই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নজর। দিন কয়েক আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টা নিশ্চিত করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে সেই আলোচনা ভিন্ন মাত্রা পায় শুক্রবার (৪ মার্চ)। রোনান সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় বাফুফের লোগো ছাপানো জ্যাকেট পরে আছেন তিনি।
ফাহাদ দেশের শীর্ষস্থানীয় একটি ব্রডকাস্ট চ্যানেলে বলেন, “কুইন ও কাভানকে আপাতত বিবেচনায় রাখছি না। ওরা মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পেতে পারে।” তবে সুলিভানদের অন্য দুই ভাই রোনান ও ডেকলানকে নিয়ে আশার জাল বুনছে বাফুফে। ফাহাদ বলেন, “ফিলাডেলফিয়ার একাডেমিতে থাকা দুই ভাইয়ের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি বেশ স্বস্তিবোধ করেছেন বলেই মনে হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী। ওরা আগ্রহী। যদি সময়টা মিলে যায়, তাহলে ওরা বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। এতে কোনো সন্দেহ নেই।”
ফাহাদের কথায় আর কাজে যে মিল আছে তার প্রমাণ মিলে রোনানের পোস্ট করা ছবিতে। ফিলাডেলফিয়া একাডেমির প্রতিভাবান এই মিডফিল্ডার শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেন কিনা, সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে