ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে ও নাগরিক ভোগান্তি কমাতে আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা জেলার ১৯টি ভূমি সার্কেলে ই-মিউটেশনের উন্নততর ভার্সন ও সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে। 

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনা অনুসারে এই গেটওয়ে চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা বা ই-খতিয়ান এবং মৌজা ম্যাপসহ চারটি সেবাকে আন্তঃ-সংযুক্ত করা হচ্ছে। এলডি ট্যাক্স সেবাটি সারাদেশে উন্মুক্ত হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে। এই গেটওয়ে চালুর ফলে সেবাগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশন লাগবে না।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভূমি সেবার মানোন্নয়নে কাজ করছেন।
ভূমি সেবা ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি উদ্যোক্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে

অ্যাপল আইফোন ১৭ সিরিজের সঙ্গে নতুন মডেল আইফোন এয়ার উন্মোচন করে এরই মধ্যে বেশ চমক তৈরি করেছে। এই প্রথম অ্যাপল কোনো ফ্ল্যাগশিপ ফোনে একটি মাত্র পেছনের ক্যামেরা ব্যবহার করছে। অবাক করা বিষয় হচ্ছে, এই ক্যামেরা দিয়েই এখন যেকোনো বিষয়ের পোর্ট্রেট মোডে ছবি তোলা সম্ভব। এর আগে অ্যাপল তাদের আইফোন এক্সআর, আইফোন এসই (২০২০/২০২২) এবং আইফোন ১৬ই সিরিজের মতো একক ক্যামেরার মডেল বাজারে এনেছিল। সেগুলোতে ছবি তোলার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। পুরোনো যন্ত্রে পোর্ট্রেট মোডে শুধু মানুষ বা পোষা প্রাণীর মুখের ক্ষেত্রে কাজ করত। সেই সব মডেলের পোর্ট্রেট মোড কোনো বস্তু বা খাবারের ছবি তোলার ক্ষেত্রে কাজ করত না।

আইফোন এয়ারের নতুন ক্যামেরা এই সীমাবদ্ধতা দূর করবে বলে জানা গেছে। নতুন মডেলের ক্যামেরা দিয়ে এখন আপনি একটি কফি কাপ বা এক থালা ফলের ছবি পোর্ট্রেট মোডে তুলতে পারবেন। অ্যাপলের নেক্সট-জেনারেশন পোর্ট্রেট সফটওয়্যারের মাধ্যমে এই ফিচার এখন একটি লেন্সযুক্ত ফোনে পাওয়া যাচ্ছে। এর আগে আইফোন ১৫ মডেলে সফটওয়্যারটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল।

আইফোন এয়ারের ক্যামেরাটি আইফোন ১৭ প্রো ফোনের প্রধান সেন্সরের মতোই। এতে একটি বড় সেন্সর রয়েছে। উন্নত প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ২ গুণ অপটিক্যাল জুমের মতো ফিচার মিলবে। অ্যাপলের ভাষ্যে, এটি একটি ডুয়াল ফোকাল লেংথ লেন্সের মাধ্যমে সম্ভব হয়েছে। যদিও একাধিক ক্যামেরা না থাকাকে অনেকে সীমাবদ্ধতা মনে করছেন। অ্যাপল জানিয়েছে, এই পোর্ট্রেট ও জুম টুলকে ভালোভাবেই ডিজাইন করা হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে আইফোন এয়ার ১৯ সেপ্টেম্বর থেকে দোকানে পাওয়া যাবে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ

  • আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে