চাকরি স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় উথলী-পাটুরিয়া সড়কে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা দুইটার দিকে সড়ক থেকে সরে যান তাঁরা।

অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট সবাই। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

চায়না হার্ডওয়্যার বিডি নামের তালা তৈরির কারখানাটি নবগ্রাম এলাকাতেই অবস্থিত। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, মালিকপক্ষ তাঁদের ন্যায্য পারিশ্রমিক দেয় না। একাধিকবার বেতন বাড়ানোর কথা থাকলেও তা করা হয়নি। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দেওয়া হলেও ওই দিনের বেতন কেটে নেওয়া হয়। এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বসলেও কোনো সুরাহা হয়নি। এ কারণে তাঁরা সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন।

উপজেলা প্রশাসন, কারখানাটির কয়েকজন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানাটির সামনে উথলী-পাটুরিয়া সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন ও শিবালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। দ্রুততম সময়ের মধ্যে কারখানার মালিকপক্ষকে নিয়ে বসে দাবি পূরণের আশ্বাস দিলে বেলা দুইটার দিকে সড়ক থেকে সরে কারখানার ভেতরে যান শ্রমিকেরা।

চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন জানান, কারখানাটিতে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বেতনকাঠামো নেই। দেশের অন্য তালা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা কারখানায় শ্রমিকদের কী পরিমাণ বেতন-ভাতা দেওয়া হয়, এর সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাটিতে শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। ২১ এপ্রিলের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে শ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণ করবে বলে জানা গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক থ ক অবর ধ উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ