ফিফার কাছে বর্ণবাদ ও অশালীনতার অভিযোগ ব্রাজিলের, বিপাকে আর্জেন্টিনা
Published: 9th, April 2025 GMT
লাতিন আমেরিকার ফুটবল যুদ্ধে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই মানেই টান টান উত্তেজনা। ফুটবল বিশ্বে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মর্যাদাপূর্ণ ম্যাচগুলোর একটি হলো এই দুই দলের মুখোমুখি হওয়া। গত ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে এমনই এক হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
তবে খেলার ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাঠের বাইরে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অভিযোগ তুলেছে—ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার কিছু সমর্থক ব্রাজিলিয়ান দর্শকদের প্রতি বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছেন। সিবিএফ জানিয়েছে, এক ব্রাজিলীয় সমর্থক এমন এক ঘটনার ভিডিও ধারণ করেছেন, যেখানে দেখা যায়, এক আর্জেন্টাইন ভক্ত বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। সেই ভিডিও প্রমাণ হিসেবে ফিফার কাছে পেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা।
সিবিএফ দাবি করেছে, এই ঘটনার জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ফিফার আচরণবিধি অনুযায়ী, বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে।
আরো পড়ুন:
ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন কে?
ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে যা বললেন আনচেলোত্তি
এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আর্জেন্টিনাকে একাধিকভাবে শাস্তির মুখে পড়তে হতে পারে। উল্লেখ্য, ইতোমধ্যেই আগের কিছু অনিয়মের কারণে কলম্বিয়ার বিপক্ষে তাদের পরবর্তী হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। নতুন করে এই অভিযোগ প্রমাণিত হলে ফিফা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।
ফিফা এর আগেও এমন ঘটনায় শাস্তি দিয়েছে। চিলির বিরুদ্ধে ওঠা অনিয়ম, বর্ণবাদ ও নিরাপত্তাহীনতার অভিযোগে তাদের গ্যালারির ৫০ শতাংশ অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ফিফা, যা পরবর্তীতে আপিল করে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়। তবে তখনই ফিফা সতর্ক করেছিল—একই অপরাধ আবার ঘটলে পরবর্তীতে আরও কঠিন শাস্তি আসবে।
ফলে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে— দর্শক প্রবেশে নতুন নিষেধাজ্ঞা, বড় অঙ্কের জরিমানা অথবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটা। যা তাদের বিশ্বকাপ বাছাইপর্বে বড় প্রভাব ফেলতে পারে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন আর জ ন ট ন ফ টবল
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
নরসিংদী সদর উপজেলা বিএনপির আওতাধীন নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয় চিনিশপুর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক ও সদস্য সচিবসহ নজরপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন (টবু) এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুষ্ঠু তদন্ত কার্যক্রম নিশ্চিত করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো।”
দলীয় সূত্রে জানা গেছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি এরইমধ্যে জেলা বিএনপিকেও অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা বিএনপি সূত্র।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন (টবু) বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শভিত্তিক সংগঠন, যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব পায়। দলের ভেতরে কোনো অভিযোগ উঠলে সেটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। নজরপুর ইউনিয়ন বিএনপির বর্তমান পরিস্থিতিতে আমরা এমনই একটি অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছি। কোনো রকম ব্যক্তিগত অভিপ্রায় নয়, বরং দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার্থেই আমরা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”
ঢাকা/হৃদয়/এস