মার্তিনেজের অ্যাস্টন ভিলাকে ডুবিয়ে পিএসজিকে জেতালেন ‘নতুন ম্যারাডোনা’
Published: 10th, April 2025 GMT
পিএসজি ৩ : ১ অ্যাস্টন ভিলা
জয়টা তো আরও বড় ব্যবধানে হতে পারত! অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ৩-১ গোলে হারিয়ে এমনটা মনে হতেই পারে পিএসজি কোচ লুইস এনরিকের। ম্যাচে একের গোলের সুযোগ হাতছাড়া না হলে, আক্ষরিক অর্থেই বড় ব্যবধানে জিততে পারত পিএসজি।
এমিলিয়ানো মার্তিনেজ বারবার দেয়াল তুলে দাঁড়িয়ে বাঁচিয়েছে ভিলাকে। যদিও কতটা আর পারলেন! তিন গোল তো খেতেই হলো। অন্য দিকে মার্তিনেজদের শোকে ভাসানোর রাতে নায়ক ‘নতুন ম্যারাডোনা’ খ্যাত খিচা কাভারাস্কেইয়া।
ম্যাচজুড়ে দারুণ খেলা এই ফুটবলার করেছেন দারুণ এক গোলও। অন্য দুটি গোল দেসিরে দোয়ে ও নুনো মেন্ডেসের। আর ঘরের মাঠে পাওয়া এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পিএসজি।
পিএসজির মাঠে শুরু থেকেই ম্যাচ ছিল একতরফা। পিএসজির একের পর আক্রমণ ঠেকানোয় যেখানে ছিল অ্যাস্টন ভিলার মূল চ্যালেঞ্জ। প্রথম ২ মিনিটের পরিসংখ্যানই নেওয়া যাক। পিএসজির ৭৮ শতাংশ বল দখলের বিপরীতে ভিলার দখলে বল ছিল মাত্র ২২ শতাংশ। পিএসজি ৭টি শটের ৩টি লক্ষ্যে রাখলেও ভিলা কোনো শটই নিতে পারেনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজে সুপার সেইভ না করলে তখন পিছিয়েও থাকতে পারত ভিলা পার্কের ক্লাবটি।
তবে স্রোতের বিপরীতে গোল খাওয়ার ধারা ধরে রেখে ৩৫ মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। গোল করেন ভিলার মরগান রজার্স। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি পিএসজি।
দুর্দান্ত খেলতে থাকা দলটিকে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান দেসিরে দোয়ে। বক্সের বাইরে থেকে মার্তিনেজের মাথার ওপর দিয়ে শট নিয়ে বল জালে জড়ান দোয়ে। বিরতির আগেও আরও একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত লিড নিতে পারেনি লুইস এনরিকের দল।
প্রথমার্ধে একরে পর চেষ্টা করে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরু এগিয়ে যায় পিএসজি। দারুণ এক আক্রমণে বল পেয়ে অসাধারণ দক্ষতায় বক্সের ভেতর ঢুকে পড়েন কারাভস্কেইয়া। এরপর মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক শটে মার্তিনেজকে ফাঁকি দিয়ে পিএসজিকে এগিয়ে দেন ‘নতুন ম্যারাডোনা’ খ্যাত এই জর্জিয়ান তারকা।
এগিয়ে গিয়ে পিএসজি যেন আরও ক্ষুরদার। এ সময় একের পর এক আক্রমণে গেছে তারা। আর শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে আসে তৃতীয় গোলটি। গোল করেন মন্ডেস। আর এই গোলেই নিশ্চিত হয় পিএসজির ৩-১ গোলের জয়।
দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ এপ্রিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য স টন ভ ল প এসজ র
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব