Samakal:
2025-08-02@08:50:24 GMT

মায়রা-মায়রন ও বেড়ালছানা

Published: 11th, April 2025 GMT

মায়রা-মায়রন ও বেড়ালছানা

মায়রা-মায়রনের একটি বেড়াল ছিলো। গত ঈদে যেটি হারিয়ে গিয়েছে। সেদিন মায়রা খেয়াল করলো বেড়ালটি জানালা দিয়ে ফিরে এসেছে। মিউ মিউ করে সারা ঘর মাতিয়ে রেখেছে। মায়রন বেড়ালটিকে আদর করে কোলে নিয়ে মায়রাকে ডেকে তুললো। মায়রা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো বেড়ালছানাটি মায়রনের কোলে। মায়রা তো দারুণ অবাক হলো। 
বেড়াল ফিরে এসেছে! 
মায়রা আবার চোখ কচলে তাকালো। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না সে। বেড়ালের নরম তুলতুলে শরীর ছুঁয়ে দিলো মায়রা। বেড়ালটিও পিটপিট করে তাকালো মায়রার দিকে। মিউ মিউ করে ডাক দিলো। জানান দিলো সে ফিরে এসেছে। মায়রা বেড়ালটিকে কোলে তুলে নিলো। বেড়ালটিও আদুরে ভঙ্গিতে মায়রার মুখের সঙ্গে মুখ মিশিয়ে আদর নিলো। মায়রা বেড়ালের শরীরটায় হাত বুলিয়ে দিলো। চোখ বুজে বেড়ালটি আদর অনুভব করলো। 
বুবাই পাশের ঘরে মায়রা-মায়রনের জন্য খাবার তৈরি করছেন। মায়রা-মায়রনের আনন্দ উল্লাসে ছুটে এলেন তিনি। বেড়ালটিকে দেখে বুবাইও অবাক হলেন। সামনে বৈশাখ। বৈশাখের কেনাকাটা করতে হবে। মায়রা-মায়রনের জন্য জামা কিনতে হবে। বুবাইকে মায়রা-মায়রন বলল, বুবাই বেড়ালের জন্য কিন্তু জামা কিনতে হবে। বুবাই মার্কেট থেকে মায়রা-মায়রন এবং বেড়ালের জন্য সুন্দর জামা কিনে আনলেন। মায়রা-মায়রন তাদের আদরের বেড়ালটিকে জামা পরিয়ে দিলো। সুন্দর লাল রঙের একটি জামা। অসাধারণ সুন্দর লাগছে বেড়ালটিকে। জামা পরে বেড়ালটি সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে। মায়রা-মায়রন বেড়ালের সঙ্গে খেলা করছে। লাফিয়ে লাফিয়ে বেড়ালটি খেলা করছে মায়রা-মায়রনের সঙ্গে। মায়রা ছড়া কাটছে-
আমার বেড়াল লক্ষ্মী বেড়াল
আমার বেড়াল লাল বেড়াল
আমার বেড়াল খেলা করে
আমার বেড়াল জামা পরে। 
বেড়ালছানা বেড়ালছানা
ঘরের বাহির যেতে মানা। 
বুবাই যাবে ব্যাংককে। মায়রা-মায়রনও যাবে সাথে। বেড়ালকে কি করবে? কোথায় থাকবে? কার কাছে থাকবে? বেড়ালের শরীর ছুঁয়ে আদর করে দিচ্ছে মায়রা-মায়রন। মায়রা-মায়রন বুবাইয়ের সাথে ব্যাংকক যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে তারা বিমানে উঠেছে। বিমান উড়ছে আকাশে। মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান। বিমানের জানালা দিয়ে মেঘ দেখছে মায়রা-মায়রন। সাদা সাদা মেঘ। তুলোর মতো মেঘ। হঠাৎ মায়রা-মায়রন খেয়াল করলো, বিমানের জানালার পাশে কি যেন উড়ে আসছে। আরও কাছে আসতেই তাদের চোখ ছানাবড়া। তাদের সেই বেড়াল! বিমানের সাথে উড়ছে! বেড়ালটি ডাকছে মিউ মিউ.

..। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র ব ড় ল র জন য

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ