‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ মিনিটে পরিণতি ভয়াবহ হবে’
Published: 16th, April 2025 GMT
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা পাঁচদিনে দেশ ছাড়া হয়েছে। ৫ দিনের মাথায় শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে। ভবিষ্যতে বাউফলের মাটিতে ছাত্রশিবির ও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ দিনও লাগবে না, ৫ মিনিটেই আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’
আজ বুধবার বিকেলে পটুয়াখালী বাউফলে জৌতা গ্রামের অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে গুলিতে নিহত হৃদয়ের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইছাহাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম ব উফল
এছাড়াও পড়ুন:
হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচরের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আলাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ার শ্বশুরবাড়িতে পালিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে হাতিয়া থানা হাজতে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন জোড়খালী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গোপন সংবাদে বিষয়টি টের পাওয়ার পরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি এ কে এম আজমল হুদা জানান, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আলাউদ্দিন ও তাঁর ১৫ সহযোগীর বিরুদ্ধে থানায় নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।