গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান
Published: 16th, April 2025 GMT
স্কুলছাত্র সাব্বির হোসেন (১৫) হত্যার বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চারমাথা মোড়ে দুপুর ১২টা থেকে আধা ঘণ্টা অবস্থান করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামনাথপুর এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড নিয়ে বিশুবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হন। সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে আসেন। দুপুর ১২টার দিকে তাঁরা চারমাথায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবি জানান। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাস্থলে এসে অপরাধীদের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি তুলে নেন। এতে আধা ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচি চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা এনামুল হক, কামাল হোসাইন, ফিরোজ কবির, খোকন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, অপহরণের চার দিন পর সাব্বিরের লাশ পাওয়া গেছে। আসামিরা স্কুলছাত্রকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার হাত-পা ভেঙে শৌচাগারের কূপে ফেলে দেয়। পরে মাথায় পাথরচাপা দিয়ে রাখা হয়। এমন ঘটনা যেন আর কেউ ঘটানোর সাহস না করতে পারে, এ জন্য অপহরণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, সাব্বির হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
অপহরণের চার দিন পর মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার আখ খামারের পরিত্যক্ত শৌচাগারের কূপ থেকে স্কুলছাত্র সাব্বির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও বিশুবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। মামলায় রামনাথপুর গ্রামের রবিউল ইসলাম (১৮), একই উপজেলার বিশুবাড়ী গ্রামের আবদুল আলীম (১৮), তরফকামাল গ্রামের ইউনুস আলীসহ (৩৫) তিনজনের নাম উল্লেখ করা হয়। চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ইউনুস, রবিউল ও আলীমকে গ্রেপ্তার করেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরুল ইসলাম (২০) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার প্রথম আলোর অনলাইনে ‘গাইবান্ধায় অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপহরণ র চ র দ ন পর গ ব ন দগঞ জ উপজ ল এ ঘটন য় উপজ ল র অবস থ ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ।
অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
আরো পড়ুন:
ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/মাসুম/মাসুদ