অভিনেত্রীর যৌন হয়ারানির অভিযোগ, পরিচালক বললেন ‘ফাঁসানো হয়েছে’
Published: 18th, April 2025 GMT
গত বছর নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। নবীন প্রজন্মের এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। পরিচালকের বিরুদ্ধ দায়ের হয়েছিল এফআইআরও। শুধু তা–ই নয়, ভারতের নারী কমিশনের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তার দিন কয়েকের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনের দ্বারস্থ হন আরও এক অভিনেত্রী। তার পর থেকেই টলিপাড়ার অন্তরালে অরিন্দম। নিজেকে খানিকটা গুটিয়েই রেখেছিলেন। তবে এবার টলিউডের ‘তথাকথিত বন্ধুদের’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিচালকের।
সম্প্রতি আনলিশড নামক একটি ইউটিউব চ্যানেলে কথা বলেছেন অরিন্দম শীল। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কী করে ঘটতে পারে? সেটা সবার ভেবে দেখা উচিত ছিল। পরিচালক হওয়ার পাশাপাশি আমি যেহেতু অভিনেতা, সে কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই।
অরিন্দম শীল। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে নিজ বাড়ির পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাসান আলী মতিহার থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার হাসমত আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, রাত সোয়া ১২টার দিকে তাঁকে (হাসান আলী) জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর হাসান আলী এলাকাছাড়া ছিলেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। এলাকায় প্রকাশ্যেই ঘুরছিলেন তিনি। গতকাল রাত পৌনে ১২টার দিকে বুধপাড়ায় নিজ বাড়ির পাশে হাসান আলীকে কুপিয়ে জখম করা হয়। এরপর দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।