Samakal:
2025-08-02@07:15:06 GMT

ঘরোয়া বাজি এবং ফেসবুক সমাচার

Published: 21st, April 2025 GMT

ঘরোয়া বাজি এবং ফেসবুক সমাচার

বউয়ের কাছে বাজিতে হেরে গিয়ে ৫০ টাকা না দেওয়ায় বউ রাগ করে ফেসবুকে ‘নারী জাগরণ’ নামক একটি গ্রুপে স্ট্যাটাস দিয়েছে, ‘আমার হাজবেন্ড বাজিতে আমার কাছে হেরে যাওয়ার পরেও আমাকে আমার প্রাপ্য টাকা দেয়নি। 
এখন আমার কী করা উচিত? সবার মতামত আশা করছি।’
স্ট্যাটাসটি দিয়ে আমার বউ তার মোবাইলটি বালিশের পাশে রেখে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে আমি একা একা বোরিং ফিল করছিলাম বিধায় আমার লক্ষ্মী বউটার মোবাইল থেকে কয়েকটা গান শেয়ার করতে এসে দেখি, কয়েক মিনিটের মধ্যে এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
নাঈমা নামে একজন কমেন্ট করেছে, ‘এমন পুরুষ সমাজের জন্য অভিশাপ। এরা নারীকে তাদের প্রাপ্য অধিকার দিতে জানে না। ডিভোর্স দিয়ে দেন আপু, অনেক শান্তিতে থাকবেন।’
শান্তা লিখেছে, ‘এদের ছাড় দেবেন না আপু। পরে দেখা যাবে সম্পত্তির অধিকার থেকেও আপনাকে বঞ্চিত করবে। তাই বলছি, আগে থেকেই টাইট দিতে শিখুন।’
আশা লিখেছে, ‘সব পুরুষই এক রকম। 
এদের কাজই নারীদের ঠকানো। ডিভোর্স দিয়ে দেন আপু।’
তামান্না লিখেছে, ‘নারী বলে কি আমাদের 
কোনো অধিকার নেই? আর কত নির্যাতিত হব আমরা? একটা অবলা নারীর বাজির টাকা মেরে দিল কীভাবে?’
তানজিনা লিখেছে, ‘নিশ্চয়ই মোহরের টাকাও পরিশোধ করেনি, তাই না?
সাদিয়া কমেন্ট করেছে, ‘আপু আমি একজন আইনজীবী। আপনি চাইলে এই ঘাতকের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবেন। আমাকে ইনবক্সে নক করুন আপু।’ 
সাদিয়ার কমেন্ট পড়তে পড়তে সামনে তাকিয়ে দেখি আমার বউ রান্নাঘর থেকে নুডলস রান্না করে এনে মিষ্টি একটা হাসি দিয়ে, ‘এই নাও তোমার প্রিয় নুডলস। আমাকে বাজির টাকা না দেওয়ার কারণে এটাই তোমার শাস্তি। আসো এখন লুডু খেলতে বসি। তুমি হারলে আমাকে খাইয়ে দিবা, আর আমি হারলে তোমাকে খাইয়ে দেব।’
এ কথা শুনে আমি একবার আমার বউয়ের দিকে তাকাই, আরেকবার মোবাইলের দিকে তাকাই। এরপর কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি 
পোস্ট ডিলেট করে, ঘামতে ঘামতে আস্তে করে টান দিয়ে তার কানের কাছে গিয়ে বললাম, ‘অতিরিক্ত কেয়ার করার জন্যে তোমার বিরুদ্ধে মামলা করা উচিত।’ 
সুহৃদ ঢাকা

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ

এছাড়াও পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।

বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।

এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।

আরো পড়ুন:

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।

চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।

তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • নারীরা কেন পুরুষদের তুলনায় বেশিবার প্রস্রাব করেন?
  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ