বউয়ের কাছে বাজিতে হেরে গিয়ে ৫০ টাকা না দেওয়ায় বউ রাগ করে ফেসবুকে ‘নারী জাগরণ’ নামক একটি গ্রুপে স্ট্যাটাস দিয়েছে, ‘আমার হাজবেন্ড বাজিতে আমার কাছে হেরে যাওয়ার পরেও আমাকে আমার প্রাপ্য টাকা দেয়নি।
এখন আমার কী করা উচিত? সবার মতামত আশা করছি।’
স্ট্যাটাসটি দিয়ে আমার বউ তার মোবাইলটি বালিশের পাশে রেখে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে আমি একা একা বোরিং ফিল করছিলাম বিধায় আমার লক্ষ্মী বউটার মোবাইল থেকে কয়েকটা গান শেয়ার করতে এসে দেখি, কয়েক মিনিটের মধ্যে এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
নাঈমা নামে একজন কমেন্ট করেছে, ‘এমন পুরুষ সমাজের জন্য অভিশাপ। এরা নারীকে তাদের প্রাপ্য অধিকার দিতে জানে না। ডিভোর্স দিয়ে দেন আপু, অনেক শান্তিতে থাকবেন।’
শান্তা লিখেছে, ‘এদের ছাড় দেবেন না আপু। পরে দেখা যাবে সম্পত্তির অধিকার থেকেও আপনাকে বঞ্চিত করবে। তাই বলছি, আগে থেকেই টাইট দিতে শিখুন।’
আশা লিখেছে, ‘সব পুরুষই এক রকম।
এদের কাজই নারীদের ঠকানো। ডিভোর্স দিয়ে দেন আপু।’
তামান্না লিখেছে, ‘নারী বলে কি আমাদের
কোনো অধিকার নেই? আর কত নির্যাতিত হব আমরা? একটা অবলা নারীর বাজির টাকা মেরে দিল কীভাবে?’
তানজিনা লিখেছে, ‘নিশ্চয়ই মোহরের টাকাও পরিশোধ করেনি, তাই না?
সাদিয়া কমেন্ট করেছে, ‘আপু আমি একজন আইনজীবী। আপনি চাইলে এই ঘাতকের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবেন। আমাকে ইনবক্সে নক করুন আপু।’
সাদিয়ার কমেন্ট পড়তে পড়তে সামনে তাকিয়ে দেখি আমার বউ রান্নাঘর থেকে নুডলস রান্না করে এনে মিষ্টি একটা হাসি দিয়ে, ‘এই নাও তোমার প্রিয় নুডলস। আমাকে বাজির টাকা না দেওয়ার কারণে এটাই তোমার শাস্তি। আসো এখন লুডু খেলতে বসি। তুমি হারলে আমাকে খাইয়ে দিবা, আর আমি হারলে তোমাকে খাইয়ে দেব।’
এ কথা শুনে আমি একবার আমার বউয়ের দিকে তাকাই, আরেকবার মোবাইলের দিকে তাকাই। এরপর কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি
পোস্ট ডিলেট করে, ঘামতে ঘামতে আস্তে করে টান দিয়ে তার কানের কাছে গিয়ে বললাম, ‘অতিরিক্ত কেয়ার করার জন্যে তোমার বিরুদ্ধে মামলা করা উচিত।’
সুহৃদ ঢাকা
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত