পূর্বাচলে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত
Published: 22nd, April 2025 GMT
পূর্বাচলের ৩'শ ফিট সড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় মো. চাঁদ (২১) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় ৩'শ ফিট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত চাঁদ রাজশাহীর বাগমারার তাহেরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে এবং পেশায় ট্রাকের হেলপার ছিল।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, কাঞ্চন ব্রিজ হয়ে ঢাকাগামী মাছ ভর্তি একটি ট্রাক-১৮৪৬৮৫ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাক ঢাকা মেট্রো-ট ১৩৮৮২৭ কে সজোরে ধাক্কা দিলে মাছবাহী ট্রাকের হেলপার চাদ ঘটনাস্থলেই নিহত হয়।
পরে দূর্ঘটনা কবলিত ট্রাক দুইটিকে আটক করা হয়। নিহত চাঁদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা