বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যশোরে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

নেতা-কর্মীরা জানান, সাংগঠনিক কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করতে কেন্দ্রীয় নেতারা যশোরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আবদুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুন জান্নাত এবং সদস্য শাহরিয়ার কবির। সভা চলাকালে কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাময়িকভাবে স্থগিত হওয়া সদস্যসচিব জেসিনা মুর্শিদ। তাঁকে উদ্দেশ করে স্লোগান দেন শিক্ষার্থীরা। জেসিনা মুর্শিদ অনুষ্ঠানস্থল ত্যাগ না করলে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা সভা বর্জনের হুমকি দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি জানতে চাইলে জেসিনা মুর্শিদ বলেন, ‘অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য কেন্দ্র থেকেও বলা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানস্থলে গেলে কয়েকজন নেতা-কর্মী আমাকে চলে যাওয়ার শর্ত দেন। তখন আমি আমার সহযোগীদের নিয়ে বেরিয়ে আসি। পরে রাতে কেন্দ্রীয় নেতারা আমার সঙ্গে পৃথক বৈঠক করেছেন।’

জেসিনা মুর্শিদ চলে যাওয়ার পর সভায় ছাত্রসংসদের কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে নানা পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, সংগঠন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোনো অপকর্মের স্থান এখানে হবে না। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না এবং কোনো রাজনৈতিক দলকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে ছাত্রসমাজকে রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান তাঁরা।

প্রসঙ্গত, উপজেলা কমিটি গঠনসংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে ৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ছ ত রস

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ