সূর্যবংশীকে প্রশংসা করে আকাশে তুলতে নিষেধ করলেন ভারতীয় কিংবদন্তি
Published: 2nd, May 2025 GMT
বৈভব সূর্যবংশীর ফর্ম পড়ে যাওয়ার কারণ কী, জানতে চেয়ে পোল খুলেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পোলে এখন পর্যন্ত ৫৫ শতাংশ ক্রিকেটপ্রেমী মনে করছেন ‘প্রত্যাশার চাপ’, বাকি ৪৫ শতাংশের মতে ‘বাজে শট নির্বাচন’।
টাইমস অব ইন্ডিয়ার হঠাৎ এমন পোল খোলার কারণ নিশ্চয় জানেন। স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করা সূর্যবংশী যে পরের ম্যাচেই ‘সুপার ফ্লপ’!
জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে সোমবার গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছিলেন সূর্যবংশী। ১৪ বছরের এই প্রতিভাবান কিশোর কাল রাতে একই মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মেরেছেন ‘ডাক’। যেন আকাশে উড়াল দিতে না দিতেই ভূপাতিত!
মুম্বাইয়ের করা ২১৭ রানের পাহাড় টপকাতে হলে রাজস্থানকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং হতো। সূর্যবংশী সেই চেষ্টাই করেছিলেন। ইনিংসের প্রথম ওভারে নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে মিড অনের ওপর দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন।
কিন্তু ব্যাটে–বলে ঠিকঠাক হয়ে না ওঠায় সরাসরি বল চলে যায় উইল জ্যাকসের হাতে। তাঁর ব্যর্থতার রাতে মুম্বাইয়ে কাছে ১০০ রানে হেরে আইপিএলের প্লে–অফের দৌড় থেকে ছিটকে পড়েছে রাজস্থান।
চার দিনের ব্যবধানে সূর্যবংশীর এমন উত্থান–পতনের কারণ খুঁজতে গিয়েই কেউ প্রত্যাশার চাপ আবার কেউ বাজে শট নির্বাচনের কথা বলছেন। বড় মঞ্চে ক্যারিয়ারের শুরুতেই সূর্যবংশীকে যে মুদ্রার উভয় পিঠ দেখতে হতে পারে—এমন সতর্কবার্তা আগেই দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
কাল রাজস্থান–মুম্বাই ম্যাচ চলাকালে কিংবদন্তি সুনীল গাভাস্কারও আশঙ্কা প্রকাশ করেন যে বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির জন্য অতিমাত্রায় প্রশংসা করা হলে সূর্যবংশীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, যা তাঁর পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
আইপিএলের অন্যতম সম্প্রচারকারী প্ল্যাটফর্ম জিওস্টারকে গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয়, সে তার খেলাকে আরও বিকশিত করতে চলেছে। রাহুল দ্রাবিড়ের (রাজস্থান কোচ) পাশে বসলে সে দ্রুতই শিখে ফেলবে কীভাবে ইনিংস গড়ে তুলতে হয়। সে দিনের পর দিন শুধু উন্নতিই করবে। তবে আমি এটাও বিশ্বাস করি, সে এমন একজন, যাকে প্রশংসা করে আকাশে তুলে দেওয়া উচিত হবে না।’
সব ম্যাচেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চিন্তা থেকে সূর্যবংশীকে বেরিয়ে আসতেও বলেছেন টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা গাভাস্কার, ‘আইপিএলে নিজের খেলা প্রথম বলেই সে ছক্কা মেরেছে। কিন্তু সব সময় এ ধরনের চিন্তা করা উচিত হবে না। অভিজ্ঞ বোলাররা ওকে থামানোর উপায় খুঁজবে। তারা বলবে, “ওহ, সে তো প্রথম বলেই ছক্কা মারতে চায়। তাহলে শর্ট বল দিয়ে দেখি।” এভাবে (অভিজ্ঞ বোলাররা) তাকে আউট করতে পারে। এমনটা হলে সে উদ্বিগ্ন হয়ে পড়তে শুরু করবে এবং অতিরিক্ত চাপ নিয়ে ফেলবে।’
আইপিএল শুরুর আগে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পান রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়। এর পর থেকে তিনি স্ক্রাচে ভর দিয়ে অথবা হুইলচেয়ারের সহায়তা নিয়ে চলছেন।
তবে সোমবার সূর্যবংশীর রেকর্ড গড়া সেঞ্চুরির হুইলচেয়ার থেকে উঠে তাঁকে অভিনন্দন জানান এবং নিজেও উদ্যাপন করে থাকেন। কিন্তু গত রাতে সূর্যবংশী শূন্য রানে আউট হওয়ার পর দ্রাবিড়ের মুখ একেবারেই মলিন হয়ে যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।
এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী