খালেদা জিয়ার সুস্থতায় জাকির খানের দোয়া
Published: 2nd, May 2025 GMT
জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসা মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বাদ জুমআ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মসজিদটিতে জুমআর নামাজও আদায় করেন জাকির খান। পরে জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার গ্রহণ করেন তিনি।
এসময় জাকির খান বলেন, এ মাদরাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেয়ে আমার বুকটা ভরে গেছে। আমি আল্লাহ্’র কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।
এ বিষয়ে মাদরাসাটির আহ্বায়ক আলহাজ¦ হেদায়েত উল্লাহ্ খোকন বলেন, আজকে মাদরাসার আনন্দের দিন। কারণে, আজ আমাদের মাঝে জাকির খান সাহেব এসেছেন। তার আসাকে কেন্দ্র করে আজ মাদরাসায় সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।
জাকির খান সাহেব আমাকে বলেছেন, মাদরাসার এতিমদের সাথে আজকে আমি ডাল-ভাত খাবো। মাদরাসার শিক্ষার্থীরা যা খাবার খেয়েছে জাকির খান একই খাবার খেয়েছেন। এজন্য মাদরাসার আহ্বায়ক হিসেবে আমি জাকির খানকে আনন্দিক ধন্যবাদ জানাই।
এদিকে জাকির খান মসজিদ ও মাদরাসায় আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও প্রায় হাজার হাজার মানুষের ঢল নামে মাদরাসা এলাকায়। জুমআর নামাজের পর তারা জাকির খানকে একবার দেখার জন্য পাগলের মত ছুটাছুটি শুরু করে।
সবাই জাকির খানের সাথে হাত মেলানো জন্য ব্যাকুল হয়ে পড়ে। জাকির খান মাদরাসায় প্রবেশের সময় হাজার হাজার মানুষও তার সাথে মাদরাসায় প্রবেশের চেষ্টা করে। এসময় মাদরাসা কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটা হিমশিম খান। পরে জাকির খানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, জাকির খানের বড় ভাই দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, বিশিষ্ট সমাজ সেবক নাজির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা হালিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা জাসসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম দর স র ম দর স য় দল র স
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।