জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসা মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) বাদ জুমআ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মসজিদটিতে জুমআর নামাজও আদায় করেন জাকির খান। পরে জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার গ্রহণ করেন তিনি।

এসময় জাকির খান বলেন, এ মাদরাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেয়ে আমার বুকটা ভরে গেছে। আমি আল্লাহ্’র কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।

এ বিষয়ে মাদরাসাটির আহ্বায়ক আলহাজ¦ হেদায়েত উল্লাহ্ খোকন বলেন, আজকে মাদরাসার আনন্দের দিন। কারণে, আজ আমাদের মাঝে জাকির খান সাহেব এসেছেন। তার আসাকে কেন্দ্র করে আজ মাদরাসায় সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।

জাকির খান সাহেব আমাকে বলেছেন, মাদরাসার এতিমদের সাথে আজকে আমি ডাল-ভাত খাবো। মাদরাসার শিক্ষার্থীরা যা খাবার খেয়েছে জাকির খান একই খাবার খেয়েছেন। এজন্য মাদরাসার আহ্বায়ক হিসেবে আমি জাকির খানকে আনন্দিক ধন্যবাদ জানাই।

এদিকে জাকির খান মসজিদ ও মাদরাসায় আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও প্রায় হাজার হাজার মানুষের ঢল নামে মাদরাসা এলাকায়। জুমআর নামাজের পর তারা জাকির খানকে একবার দেখার জন্য পাগলের মত ছুটাছুটি শুরু করে।

সবাই জাকির খানের সাথে হাত মেলানো জন্য ব্যাকুল হয়ে পড়ে। জাকির খান মাদরাসায় প্রবেশের সময় হাজার হাজার মানুষও তার সাথে মাদরাসায় প্রবেশের চেষ্টা করে। এসময় মাদরাসা কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটা হিমশিম খান। পরে জাকির খানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, জাকির খানের বড় ভাই দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, বিশিষ্ট সমাজ সেবক নাজির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা হালিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা জাসসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম দর স র ম দর স য় দল র স

এছাড়াও পড়ুন:

ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার

কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।

তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন। 

এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি সব সময় শ্রমিকদের পাশে আছে : রাজিব 
  • ফতুল্লায় জে. আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন
  • সাতক্ষীরায় জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা
  • শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে : মামুন মাহমুদ
  • মুন্সীগঞ্জে দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, কচুয়ায় গ্রেপ্তার ২ জন
  • শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার