কুড়িগ্রামে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
Published: 9th, May 2025 GMT
কুড়িগ্রামের উলিপুরে ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.
খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি তপন কারাগারে
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান ফেসবুকে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট করেন। ৮ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। এর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।
ঢাকা/সৈকত/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন ভূমি অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে কর্তৃপক্ষের নির্দেশে গত ৭ মে দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা সমকালকে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। একটি ভিডিও চিত্রে প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।