তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
Published: 11th, May 2025 GMT
টানা পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আজ রোববারও দেশের বিভিন্ন এলাকায় গরম পড়েছে। তবে এই তীব্র তাপের মধ্যে সুখবর হলো, আজ দুপুরের পর থেকে দেশের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রাজধানীতে বৃষ্টির দেখা নেই, লক্ষ্ণণও নেই। তবে রাজধানীবাসীর জন্যও আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ দেশের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকে আজ নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। নেত্রকোণায় বিকেলের দিকে বজ্রপাত হয়েছে কয়েক স্থানে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় আজ তাপমাত্রা সামান্য কমেছে।
আজ রাজধানীতে বেলা ৫টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স লস য় স
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।