টানা পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আজ রোববারও দেশের বিভিন্ন এলাকায় গরম পড়েছে। তবে এই তীব্র তাপের মধ্যে সুখবর হলো, আজ দুপুরের পর থেকে দেশের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রাজধানীতে বৃষ্টির দেখা নেই, লক্ষ্ণণও নেই। তবে রাজধানীবাসীর জন্যও আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ দেশের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকে আজ নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। নেত্রকোণায় বিকেলের দিকে বজ্রপাত হয়েছে কয়েক স্থানে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় আজ তাপমাত্রা সামান্য কমেছে।

আজ রাজধানীতে বেলা ৫টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো.

শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, গতকালের চেয়ে আজ তাপমাত্রা খানিকটা কমেছে। সিলেট বিভাগের প্রায় কোথাও আজ তাপপ্রবাহ নেই। ময়মনসিংহের কিছু স্থানে কমে গেছে। আবার আজ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

নেত্রকোণা শহরের মুক্তার পাড়ায় বৃষ্টির সময় ছাতা মাথায় চলছেন পথচারী

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স

এছাড়াও পড়ুন:

মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমির হোসেন নামের আরেকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় তাকে কুপিয়ে হত্যা করেছে মামলার আসামিরা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকায় নিজ দোকানে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। পরে শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্বপন এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। পাশাপাশি ওই এলাকায় তার একটি মুদি দোকানও রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। তাদের দায়ের করা এ মামলায় দিলীপ কারাগারে ছিলেন। বছরখানেক আগে দিলীপ জামিনে ছাড়া পেয়ে এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানে তার চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয় দিলীপ। রাজি না হওয়ায় দিলীপ ও তার সহযোগীরা আমির হোসেন ও স্বপনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। 

কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকাজ চলছে, দ্রুত আসামি গ্রেপ্তার হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সকালেই স্বস্তির বৃষ্টি
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা
  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর
  • তাপপ্রবাহ কমতে পারে কবে, আছে বৃষ্টির সুখবর
  • দুই ঘণ্টার শ্রম বিক্রির হাট
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
  • মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ