মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ
Published: 12th, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের হয়ে তাঁর পারফরম্যান্সও ছিল ভালো—পাঁচ ম্যাচে ৯ উইকেট।
কিন্তু ভারত–পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে গত শুক্রবার পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পরদিন শনিবার দুবাই হয়ে দেশে ফেরেন রিশাদ। দুবাইয়ে পৌঁছার পরপরই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার অলরাউন্ডার।
পিএসএলে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত না পারলে আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড
ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।
ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।
এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।
৬ দলের পিএসএলে ম্যাচ বাকি ৮টি, ১০ দলের আইপিএলে বাকি ১৬টি। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনার জেরে টুর্নামেন্ট স্থগিত হয়েছে, সেটাও কবে থামবে, এখনই তা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুনপরের ফ্লাইটেই ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা১১ ঘণ্টা আগেগার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড। ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।
ইসিবির পক্ষ থেকে ভারতকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল ২০২১ সালে। সেবার করোনা মহামারির কারণে ভারতে আইপিএল আয়োজন স্থগিত হয়ে গিয়েছিল। পরে তা আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে।
ভারত–পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত ‘বোমা আসছে...’—ধর্মশালার ভীতিকর পরিস্থিতি নিয়ে আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার আইপিএল আয়োজন করতে রাজি হয়নি আরব আমিরাত বাংলাদেশের পাকিস্তান সফর তাহলে কি পিছিয়েই যাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পর এবার অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি আইপিএলের পর পিএসএলও স্থগিত