মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ
Published: 12th, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের হয়ে তাঁর পারফরম্যান্সও ছিল ভালো—পাঁচ ম্যাচে ৯ উইকেট।
কিন্তু ভারত–পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে গত শুক্রবার পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পরদিন শনিবার দুবাই হয়ে দেশে ফেরেন রিশাদ। দুবাইয়ে পৌঁছার পরপরই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার অলরাউন্ডার।
পিএসএলে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোনাবাড়ীতে পানিতে ভাসছিল মাদ্রাসার দুই ছাত্রের লাশ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে মেট্রো থানার দেওয়ালিয়া দির্ঘীর পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে মো. জুনায়েদ (১২)। সে বাবা-মার সঙ্গে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ি চার রাস্তার মোড় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। অন্যজন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে মো. আব্দুল মোমিন (১২)। সে তার বাবা-মার সঙ্গে এনায়েতপুরের মামুনের বাড়িতে ভাড়া থেকে একই মাদ্রাসায় পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। বেলা ১১টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো ছোট্ট ছোট্ট শিশুরা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুইজনের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ মাটিতে তোলা হয়।
মো. রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছোট্ট শিশুদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই শিশুর মরদেহ ভাসছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের মরদেহ ওপরে তুলি। এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের শনাক্ত করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। পরে ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।