সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম-মেহজাবীনরা
Published: 14th, May 2025 GMT
তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর দল গিগাবাইট টাইটানস। এই দলের মেন্টর ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মঙ্গলবার (১৩ মে) ফাইনাল ম্যাচ শুরু হয় বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। রাত ১০টায় খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। এর আগে স্বপ্নধরা স্পারটান্স ১৩৮ রানের টার্গেট দিয়েছিল।
সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেনসহ এক ঝাঁক তারকা।
প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছিল গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও গিয়াস উদ্দিন সেলিম।
টাইটানসের হয়ে মাঠে খেলেছেন মোস্তফা কামাল রাজ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, রাফসান সাবাব, সাইদুল রহমান পাভেল, আরফিন রুমি প্রমুখ।
‘স্বপ্নধরা স্পার্টানস’-দলে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল। সেগুলো হলো- গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।
গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম হজ ব ন চ ধ র স য় ম আহম দ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–ঢাকা
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
ময়মনসিংহ–রংপুর
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
খুলনা–রাজশাহী
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
চট্টগ্রাম–বরিশাল
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
৩য় টি-টোয়েন্টিপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগবার্নলি–আর্সেনাল
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিভারপুল–অ্যাস্টন ভিলা
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নটিংহাম–ম্যান ইউনাইটেড
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
টটেনহাম-চেলসি
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১