শের সব স্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর থেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম দুর্ভোগে পরেন যাত্রীরা।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতেই এই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান

স্বামীর ছুরিকাঘাতে আহত মেঘলার মৃত্যু, ২ শিশু আশঙ্কাজনক

দাবি আদায়ের লক্ষ্যে এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।এরপর মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।

ইসরাত আবেদিন নামে একজন ভুক্তভোগী রাইজিংবিডিকে বলেন,“আমার মা বারডেমে ভর্তি।আমি মোটরসাইকেল নিয়ে আসছি, কিন্তু আন্দোলনকারীরা এখন আমাকে যেতে দিতে চাচ্ছে না। এরকম অবরোধ কর্মসূচি সাধারণ মানুষকে অতিষ্ট করে ফেলছে। সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। যাতে কিছু হলেই শাহবাগ অবরোধ না করতে পারে।”

মোফাজ্জল হোসেন নামে আরেকজন ভুক্তভোগী রাইজিংবিডিকে বলেন, “শাহবাগ মোড়ে হাজার হাজার গাড়ি আটকে আছে। সবাই তো প্রয়োজনে বাসার বাইরে বের হয়। আমি অফিসে জরুরি কাজে মতিঝিল যাব কিন্তু তারা আমার গাড়ি আটকে দিয়েছে।”

সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি সদস্য নাজিউর রহমান রাইজিংবিডিকে বলেন,“আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে সরকারকে জানাচ্ছি, কিন্তু সরকার দাবির বিষয়ে পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। জনভোগান্তির জন্য সবার কাছে দুঃখিত। কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর রাইজিংবিডিকে বলেন, “ডিপ্লোমা নার্সরা পাঁচ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ করে রেখেছে। আমরা তাদের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তাদেরকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছি। কিন্তু তারা এখনো অবরোধ চলমান রেখেছে।”

ঢাকা/রায়হান/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ন র স শ হব গ অবর ধ ম ডওয

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ