শের সব স্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর থেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম দুর্ভোগে পরেন যাত্রীরা।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতেই এই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান

স্বামীর ছুরিকাঘাতে আহত মেঘলার মৃত্যু, ২ শিশু আশঙ্কাজনক

দাবি আদায়ের লক্ষ্যে এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।এরপর মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।

ইসরাত আবেদিন নামে একজন ভুক্তভোগী রাইজিংবিডিকে বলেন,“আমার মা বারডেমে ভর্তি।আমি মোটরসাইকেল নিয়ে আসছি, কিন্তু আন্দোলনকারীরা এখন আমাকে যেতে দিতে চাচ্ছে না। এরকম অবরোধ কর্মসূচি সাধারণ মানুষকে অতিষ্ট করে ফেলছে। সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। যাতে কিছু হলেই শাহবাগ অবরোধ না করতে পারে।”

মোফাজ্জল হোসেন নামে আরেকজন ভুক্তভোগী রাইজিংবিডিকে বলেন, “শাহবাগ মোড়ে হাজার হাজার গাড়ি আটকে আছে। সবাই তো প্রয়োজনে বাসার বাইরে বের হয়। আমি অফিসে জরুরি কাজে মতিঝিল যাব কিন্তু তারা আমার গাড়ি আটকে দিয়েছে।”

সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি সদস্য নাজিউর রহমান রাইজিংবিডিকে বলেন,“আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে সরকারকে জানাচ্ছি, কিন্তু সরকার দাবির বিষয়ে পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। জনভোগান্তির জন্য সবার কাছে দুঃখিত। কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর রাইজিংবিডিকে বলেন, “ডিপ্লোমা নার্সরা পাঁচ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ করে রেখেছে। আমরা তাদের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তাদেরকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছি। কিন্তু তারা এখনো অবরোধ চলমান রেখেছে।”

ঢাকা/রায়হান/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ন র স শ হব গ অবর ধ ম ডওয

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ