ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেড় ঘণ্টা ধরে অবরোধের পর শাহবাগ ছেড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবি আদায়ে আরো বড় কর্মসূচির হুমকি দিয়েছেন।

রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় ছাড়ার ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর পর শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এখনো পর্যন্ত ভিসি স্যার ও প্রক্টর স্যার সাম্যের বিচারের বিষয়ে আমাদের আশ্বস্ত করতে পারেনি। যারা খুনি, তাদেরকে আটক করতেই হবে। সরকারের উচ্চপর্যায় থেকে এখনো সাম্যের পরিবারকে কেউ সহানুভূতি জানায়নি। যারা নিজেকে জুলাই আন্দোলনের শক্তি মনে করেন, তারাও সাম্য হত্যাকে কেন্দ্র করে কোনো সহানুভূতি জানায়নি। এখনো ড.

ইউনূসকে আমরা সামান্যতম সহানুভূতি দেখাতে দেখিনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ছাত্রদলের পারভেজ, সাম্যরা খুন হয়; আমরা কোনো বিচার পাই না। আগামীতে যদি আমরা এমন পরিস্থিতি দেখতে পাই, তাহলে আমাদের গন্তব্য হবে যমুনা। সাম্যকে নিয়ে গুপ্ত সংগঠনের বট বাহিনী নোংরামি করছে। তাদের দ্বারা দেশে ইসলাম কায়েম হবে না। যদি সাম্য হত্যার বিচার না পাই, যদি খুনিদের আটক করা না হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচিতে যাব। আমরা রাজপথ ছাড়ব না।

শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ প্রমুখ।

ঢাকা/রায়হান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র শ হব গ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রোববার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ করেন অলি আহমদ।

এলডিপি প্রেসিডেন্ট রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। দু’জনের মধ্যে ৪৫ মিনিট কথা হয়েছে বলে জানা গেছে। অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। এর দু’দিন আগে ৫ জানুয়ারি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ। 

সম্পর্কিত নিবন্ধ