বড় কর্মসূচির হুমকি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল
Published: 18th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেড় ঘণ্টা ধরে অবরোধের পর শাহবাগ ছেড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবি আদায়ে আরো বড় কর্মসূচির হুমকি দিয়েছেন।
রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় ছাড়ার ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর পর শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়।
রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এখনো পর্যন্ত ভিসি স্যার ও প্রক্টর স্যার সাম্যের বিচারের বিষয়ে আমাদের আশ্বস্ত করতে পারেনি। যারা খুনি, তাদেরকে আটক করতেই হবে। সরকারের উচ্চপর্যায় থেকে এখনো সাম্যের পরিবারকে কেউ সহানুভূতি জানায়নি। যারা নিজেকে জুলাই আন্দোলনের শক্তি মনে করেন, তারাও সাম্য হত্যাকে কেন্দ্র করে কোনো সহানুভূতি জানায়নি। এখনো ড.
তিনি বলেন, ছাত্রদলের পারভেজ, সাম্যরা খুন হয়; আমরা কোনো বিচার পাই না। আগামীতে যদি আমরা এমন পরিস্থিতি দেখতে পাই, তাহলে আমাদের গন্তব্য হবে যমুনা। সাম্যকে নিয়ে গুপ্ত সংগঠনের বট বাহিনী নোংরামি করছে। তাদের দ্বারা দেশে ইসলাম কায়েম হবে না। যদি সাম্য হত্যার বিচার না পাই, যদি খুনিদের আটক করা না হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচিতে যাব। আমরা রাজপথ ছাড়ব না।
শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ প্রমুখ।
ঢাকা/রায়হান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র শ হব গ
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী