ভারত-পাকিস্তান দুই দিক থেকেই গালি খাই, তাই বুঝি, আমি সঠিক: জাভেদ আখতার
Published: 19th, May 2025 GMT
স্পষ্টভাষী হিসেবে খ্যাত ভারতীয় গীতিকার ও লেখক জাভেদ আখতার আবার আলোচনায়। বরাবরের মতো এবারও অকপট মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বলিউডের এই ব্যক্তিত্ব। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় তোলার পর এবার সরাসরি আক্রমণ শানালেন প্রতিবেশী দেশটির কট্টরপন্থীদের বিরুদ্ধে।
মুম্বাইয়ে রাজনীতিক সঞ্জয় রাউতের আত্মজীবনী ‘হেভেন ইন হেল’-এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জানান, দুই পক্ষ থেকেই তিনি গালাগালির শিকার হন। এক পক্ষ তাঁকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেয়। অন্য পক্ষ তাঁকে ‘কাফির’ বলে আখ্যা দেয়।
জাভেদ আখতার। এএনআই.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ভ দ আখত র
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকের হেলপারের মৃত্যু
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন মোল্লা নামে (১৮) এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর এক ট্রাক চালক।
শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক হেলপার ইয়াসিন মোল্লা গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ইয়াসিন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন।
হঠাৎ করে দ্রুতগামী একটি যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পিছনের ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা/বাদল/এস