ভারত-পাকিস্তান দুই দিক থেকেই গালি খাই, তাই বুঝি, আমি সঠিক: জাভেদ আখতার
Published: 19th, May 2025 GMT
স্পষ্টভাষী হিসেবে খ্যাত ভারতীয় গীতিকার ও লেখক জাভেদ আখতার আবার আলোচনায়। বরাবরের মতো এবারও অকপট মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বলিউডের এই ব্যক্তিত্ব। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় তোলার পর এবার সরাসরি আক্রমণ শানালেন প্রতিবেশী দেশটির কট্টরপন্থীদের বিরুদ্ধে।
মুম্বাইয়ে রাজনীতিক সঞ্জয় রাউতের আত্মজীবনী ‘হেভেন ইন হেল’-এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জানান, দুই পক্ষ থেকেই তিনি গালাগালির শিকার হন। এক পক্ষ তাঁকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেয়। অন্য পক্ষ তাঁকে ‘কাফির’ বলে আখ্যা দেয়।
জাভেদ আখতার। এএনআই.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ভ দ আখত র
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা