আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার নেই
Published: 20th, May 2025 GMT
পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পর পৃথক দুইটি মামলা হয়েছে। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে মামলা দুইটি দায়ের হয়। সংঘর্ষের ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, “মঙ্গলবার (২০ মে) রাতে উভয় পক্ষ পৃথক এজাহার দিয়েছে। সেগুলো মামলা হিসেবে রুজু করা হয়েছে।” তদন্তের স্বার্থে মামলা দুইটির আসামিদের নাম জানাতে রাজি হননি ওসি।
বিএনপির দায়ের করা মামলার বাদী হয়েছেন আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্ববায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের ১২৪ জনের নাম উল্লেখ এবং নাম না জানা অনেককে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৭। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।
আরো পড়ুন:
নাশকতা মামলায় সাংবাদিক ও আ.
কিশোরগঞ্জে ছাত্র হত্যা মামলায় দুই নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামায়াতের দায়ের করা মামলার বাদী হয়েছেন দলটির আটঘরিয়া উপজেলার আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ এবং নাম না জানা ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৮। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, “মামলা দুইটি আমরা তদন্ত করে দেখছি। যারা ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।”
পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, জামায়াতের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “আমরা চাকরি করতে এসেছি। এখন কোনো দলই ক্ষমতায় নেই। আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করব। আমাদের যে কাজ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সে কাজ করব।”
ঘটনার বিষয়ে ইউএনও যা বললেন:
সেদিনের ঘটনার বিষয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, “সেদিন মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার বিষয়টি কলেজ অধ্যক্ষ প্রথমে জানায়। আমি থানার ওসিকে ফোন দিলে তিনি সেখানে যান। পরিস্থিতি স্বাভাবিক হয়। জামায়াতের পক্ষ থেকে প্রথমে মৌখিকভাবে আমাকে জানায়। পরে তারা লিখিত অভিযোগও দিয়েছে। সেদিনই বিকেলে দুই পক্ষকে ডেকেছিলাম। কিন্তু তার আগেই ঘটনাটি ঘটে গেল।”
তিনি বলেন, “ঘটনার পর আমরা কলেজ কমিটির সদস্যদের সঙ্গে বসেছিলাম কি করা যায় এটা নিয়ে। এখনো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিধি ও নিয়ম অনুযায়ী পরবর্তী করণীয় বিষয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি।”
বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কি না এবং সেখানে কি অবস্থা দেখেছিলেন জানতে চাইলে ইউএনও সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেবোত্তর বাজার জামে মসজিদে পরদিন শুক্রবার (১৬ মে) জুমার নামাজ হয়নি কেন জানতে চাইলে ইউএনও মিনহাজুল ইসলাম বলেন, “ঘটনাটি আমি জেনেছি নামাজের আগ মুহূর্তে। জুমার নামাজের পর বিষয়টি বসে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। ওই সময় তাৎক্ষনিকভাবে কাউকে পাওয়াও যাচ্ছিল না। পরে সেটি সমাধান হয়ে গেছে।”
দেবোত্তর বাজার মসজিদের ইমামের বক্তব্য:
শুক্রবার (১৬ মে) দেবোত্তর বাজার জামে মসজিদে জুমার নামাজ কেন হয়নি জানতে চাইলে- মসদিজের ইমাম মাওলানা মো. বেলাল হোসাইন বলেন, “ঘটনার দিন (১৫ মে) রাত ৮টার দিকে ইউএনও স্যার আমাকে ঘটনাস্থলে ডেকেছিলেন কথা বলার জন্য। কথা বলার এক পর্যায়ে এশার নামাজের সময় হওয়ায় আমি ইউএনও স্যারকে বলে চলে আসতে উদ্যত হই। এমন সময় বিএনপি নেতা আছিম উদ্দিনের ছেলে মিল্টন আমাকে ডেকে মুখের ওপর একটা ঘুষি মারেন। ওসি সাহেব তাদের ধমক দেন, একজন ইমাম সাহেবের গায়ে হাত তোলে কেন তিনি জানতে চান। সবাই ঘটনাটি দেখেছেন। আমি কোনো মিছিল মিটিংয়ে যাইনি। সার্বক্ষণিক মসজিদে ছিলাম।”
তিনি আরো বলেন, ‘তারপর রাতে এশার নাম পড়ে বাসায় যাই। ভোরে ফজরের নামাজ মসজিদে আমি একাই পড়ি। কেউ আসেনি। কারণ রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি ঘোলাটে হয়েছিল।”
“সকালে আমার বেয়াইয়ের ছেলে জানায়, অবস্থা ভাল না। আপনি দ্রুত এখান থেকে চলে যান। তখন আমি মসজিদের সভাপতি ও সেক্রেটারিকে বিষয়টি জানাই। তারা খোঁজ নিয়ে আমাকে বলেন, আসলেই পরিবেশ বেগতিক। চাবি কারো কাছে দিয়ে চলে যান। আমরা তোমার নিরাপত্তা দিতে পারব না। তখন সেক্রেটারির কথামতো মসজিদের চাবি উজ্জল নামে একজনের কাছে দিয়ে দ্রুত চলে যাই। পরে মসজিদে তালা দেওয়া, নামাজ না হওয়ার বিষয়ে আমি কিছু জানি না। মূলত আমার নিজের নিরাপত্তার জন্য মসজিদের সভাপতি ও সেক্রেটারির পরামর্শে অন্যত্র চলে যেতে হয়েছি”-যোগ করেন মাওলানা মো. বেলাল হোসাইন।
আগে যা ঘটেছিল:
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে গত ১৫ মে (বৃহস্পতিবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই দলের দলীয় কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের কয়েকজন আহত হন।
সংঘর্ষ চলাকালে জামায়াতের অফিসে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা বলে অভিযোগ ওঠে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভান। এ নিয়ে পরদিন পৃথক বিক্ষোভ সমাবেশ করে দুই দল। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
এর মধ্যে গত ১৭ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রকাশ্যে হুঁশিয়ার দিয়ে বলেন, ‘পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামীর কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না এবং কোনো ঈমাম নামাজ পড়াতে পারবেন না।” তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই বক্তব্যে হাবিব আরো বলেছিলেন, “গত শুক্রবার (১৬ মে) আটঘরিয়ার দেবোত্তর বাজার জামে মসজিদে জামায়াতের কারণে মানুষ জুমার নামাজ পড়তে পারেনি। তালা দিয়ে পালিয়েছে তারা। কতটা ন্যক্কারজনক ঘটনা। জামায়াত মিথ্যা কথা বলে। এদের পেছনে নামাজ হয় না।”
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ মসজ দ র ব এনপ র য় ব এনপ আটঘর য় র আটঘর র অফ স স ঘর ষ ব ষয়ট উপজ ল ঘটন র র ঘটন
এছাড়াও পড়ুন:
ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু
পাবনার আটঘরিয়ায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমোহন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ইসলাম (২১) পাবনা পৌর শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘‘রাতুল পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। ত্রিমোহন নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’’
আরো পড়ুন:
বাহুবলে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক নিহত
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
ঢাকা/শাহীন/রাজীব