পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে ছুটিতে পাঠানো হবে। বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন, পররাষ্ট্রসচিব কয়েক মাস ছুটিতে থাকবেন। কারণ এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। আর ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।

গত রোববার সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একজন প্রথম আলোকে জানান, জসীম উদ্দিন আর পররাষ্ট্রসচিব পদে থাকছেন না, এটা নিশ্চিত। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে।

জানা গেছে, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৫তম ব্যাচের) একজন কর্মকর্তাকে পররাষ্ট্রসচিব করা হতে পারে।

বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

প্রসঙ্গত, গত পাঁচ দশকে পররাষ্ট্রসচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির মাত্র তিনটি। তাঁদের মধ্যে ১৯৭২ সালে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রসচিব সৈয়দ আনোয়ারুল করিমকে। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদকে সরানো হয় চার মাসের মাথায়। আর ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রসচিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঅস্বস্তিকর পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে১৮ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র কর মকর ত

এছাড়াও পড়ুন:

আমাকে হত্যার হুমকি দিচ্ছে: মিষ্টি জান্নাত

হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সোমবার (১৯ মে) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন গুরুতর অভিযোগ করেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, “গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।”

মিথ্যা মামলায় নাম জড়ানোর হুমকি পাচ্ছেন মিষ্টি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, “আর নাম্বার ব্লক করে দিলে অন‍্য নাম্বার থেকে মিথ‍্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।”

আরো পড়ুন:

২৮৭ কোটি টাকা ছাড়িয়ে অজয়ের সিনেমার আয়

সুইসাইড করার মতো কোনো ইস্যু আমার জীবনে নাই: পরীমণি

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এ মামলায় শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার নাম রয়েছে। তাদেরই একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

গত রবিবার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ তার জামিন মঞ্জুর হয়েছে। এরই মধ্যে মিষ্টি জান্নাতের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে তার ভক্তদের মনে।

ভক্ত-অনুরাগীরা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মিষ্টি জান্নাতকে। তবে এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা এখনো জানাননি এই নায়িকা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • গুণী মানুষের কদর বোঝে না সমাজ: জামায়াত আমির
  • সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী
  • সোনারগাঁয়ে জামায়াত নেতার উদ্যোগে খাল খনন
  • ডেঙ্গুতে এক দিনে শতাধিক আক্রান্ত, মৃত্যু ১ জনের
  • কাতারের কাছ থেকে উড়োজাহাজ ‘উপহারের’ প্রস্তাব পাওয়ার ট্রাম্পের দাবি কি সত্য
  • পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়নি:
  • আমি ৪০-এর কাছাকাছি বয়সে বলিউডে কাজ শুরু করেছি
  • স্টার নই, আমি একজন অভিনেতা: বোমান ইরানি
  • আমাকে হত্যার হুমকি দিচ্ছে: মিষ্টি জান্নাত