পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবেন নজরুল
Published: 20th, May 2025 GMT
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে ছুটিতে পাঠানো হবে। বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন, পররাষ্ট্রসচিব কয়েক মাস ছুটিতে থাকবেন। কারণ এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। আর ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।
গত রোববার সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একজন প্রথম আলোকে জানান, জসীম উদ্দিন আর পররাষ্ট্রসচিব পদে থাকছেন না, এটা নিশ্চিত। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে।
জানা গেছে, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৫তম ব্যাচের) একজন কর্মকর্তাকে পররাষ্ট্রসচিব করা হতে পারে।
বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।
প্রসঙ্গত, গত পাঁচ দশকে পররাষ্ট্রসচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির মাত্র তিনটি। তাঁদের মধ্যে ১৯৭২ সালে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রসচিব সৈয়দ আনোয়ারুল করিমকে। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদকে সরানো হয় চার মাসের মাথায়। আর ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রসচিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঅস্বস্তিকর পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে১৮ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান। আজ তার অভিনয় ক্যারিয়ারের যতটুকু অবস্থান, তা তৈরি করতে কাঠখড় কম পোড়াতে হয়নি। ফলে বাস্তবতা গভীরভাবে উপলদ্ধি করেছেন এই তরুণ অভিনেতা।
বৃহস্পতিবার (৩ জুলাই) আরশ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে কিছুটা আক্ষেপ ও শক্ত মনোবলের প্রকাশ ঘটেছে। এ অভিনেতা লেখেন, “উপহাসে আমার এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না।”
উদাহরণ হিসেবে চিত্রনায়ক শাকিব খানকে টেনে আরশ লেখেন, “শাকিব খান নামটা শুনলে একসময় মজা করা আমি, আজ লাইনে দাঁড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন, আজ যারা আপনার উপর হাসে, তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান।”
আরো পড়ুন:
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী
দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি
আরশ খানের ভক্ত-অনুরাগীরা তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। রিয়া সরকার নামে একজন লেখেন, “আপনি ধীরে ধীরে মানুষের মনে যেভাবে জায়গা করছেন, আপনিও একদিন অনেক বড় অভিনেতা হবেন, প্রার্থনা করি। অনেক ভালো মনের মানুষ আপনি।”
আরাফ নামে একজন লেখেন, “অপেক্ষায় রইব গুরু আরশ। টিকিট কিনে বড় স্কিনে তোমাকে দেখার।” লিটন লেখেন, “ধন্যবাদ ভাই। আপনার প্রতি ভালোবাসা আরো বেরে গেল।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে আরশের কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত